সহায়িকা ডেস্ক
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থীই আছেন, যাঁরা স্ট্যানফোর্ডে পড়ার স্বপ্ন দেখেন। কিন্তু এটা বেশ ব্যয়বহুল একটা শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। নাইট-হেনেসি স্কলার্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।
বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে সবাই এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবেন।
নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়।
সুযোগ-সুবিধা
⬤ তিন বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাপনের জন্য আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
⬤ আবাসনব্যবস্থা প্রদান করা হবে।
⬤ ছাত্রাবাস, বই-খাতা, একাডেমিক সাপ্লাই, ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, যাতায়াত খরচ ও ব্যক্তিগত খরচের জন্য স্টাইপেন্ড দেওয়া হবে।
⬤ প্রতিবছর একবার করে দেশে যাওয়া-আসার জন্য ইকোনমি ক্লাসের রাউন্ড টিকিট দেওয়া হবে।
⬤ কনফারেন্স ও ভ্রমণের জন্য সাপ্লিমেন্টারি স্টাইপেন্ড দেওয়া হবে।
⬤ কোনো স্কলার যদি সামার রিসার্চ প্রজেক্টের জন্য নির্বাচিত হন, তাহলে তাঁর সব খরচ স্ট্যানফোর্ড বহন করবে।
আবেদনের যোগ্যতা
⬤ ২০১৭ সাল কিংবা তারপরে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
⬤ প্রথমেই পূর্ণকালীন এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে
⬤ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাল ও স্কলারশিপের জন্য আবেদনের সাল এক হতে হবে।
⬤ একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
⬤ ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
⬤ নেতৃত্ব প্রদানের দক্ষতা থাকতে হবে।
⬤ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
⬤ অনলাইন আবেদনপত্র।
⬤ একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
⬤ ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।
⬤ ইউএস স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর।
⬤ এক পৃষ্ঠার রেজ্যুম।
⬤ ২টি রেকমেন্ডেশন লেটার।
⬤ প্রবন্ধ।
⬤ একটি ভিডিও স্টোরি।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন ওয়েবসাইট- https://knight-hennessy.stanford.edu/program-overview
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৩।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থীই আছেন, যাঁরা স্ট্যানফোর্ডে পড়ার স্বপ্ন দেখেন। কিন্তু এটা বেশ ব্যয়বহুল একটা শিক্ষাপ্রতিষ্ঠানও বটে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। নাইট-হেনেসি স্কলার্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।
বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে সবাই এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবেন।
নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়।
সুযোগ-সুবিধা
⬤ তিন বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাপনের জন্য আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
⬤ আবাসনব্যবস্থা প্রদান করা হবে।
⬤ ছাত্রাবাস, বই-খাতা, একাডেমিক সাপ্লাই, ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, যাতায়াত খরচ ও ব্যক্তিগত খরচের জন্য স্টাইপেন্ড দেওয়া হবে।
⬤ প্রতিবছর একবার করে দেশে যাওয়া-আসার জন্য ইকোনমি ক্লাসের রাউন্ড টিকিট দেওয়া হবে।
⬤ কনফারেন্স ও ভ্রমণের জন্য সাপ্লিমেন্টারি স্টাইপেন্ড দেওয়া হবে।
⬤ কোনো স্কলার যদি সামার রিসার্চ প্রজেক্টের জন্য নির্বাচিত হন, তাহলে তাঁর সব খরচ স্ট্যানফোর্ড বহন করবে।
আবেদনের যোগ্যতা
⬤ ২০১৭ সাল কিংবা তারপরে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
⬤ প্রথমেই পূর্ণকালীন এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে
⬤ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাল ও স্কলারশিপের জন্য আবেদনের সাল এক হতে হবে।
⬤ একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
⬤ ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
⬤ নেতৃত্ব প্রদানের দক্ষতা থাকতে হবে।
⬤ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
⬤ অনলাইন আবেদনপত্র।
⬤ একাডেমিক সব সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
⬤ ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।
⬤ ইউএস স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর।
⬤ এক পৃষ্ঠার রেজ্যুম।
⬤ ২টি রেকমেন্ডেশন লেটার।
⬤ প্রবন্ধ।
⬤ একটি ভিডিও স্টোরি।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন ওয়েবসাইট- https://knight-hennessy.stanford.edu/program-overview
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৩।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
১২ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
১২ ঘণ্টা আগেযুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সরাসরি সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইউসিবিডি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (ইউআইএফওয়াই)’ শীর্ষক একটি প্রোগ্রাম...
২ দিন আগেমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন।
২ দিন আগে