রংপুর প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ভর্তি কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ অংশ নেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজের ফলাফল দেখতে পারবেন।
গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিভাগ কর্তৃক প্রদত্ত শর্ত এবং প্রার্থীর পছন্দক্রমের ভিত্তিতে বিষয় নির্ধারণপূর্বক এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার এবং ভর্তি আগামী ৯ ও ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটা এবং ১৩ জানুয়ারি অন্যান্য কোটায় ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি–ইচ্ছুক অবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগে যথা সময়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। সাক্ষাৎকার শেষে নির্ধারিত সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রকাশিত তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.brur.ac.bd/notice) পাওয়া যাবে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ভর্তি কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ অংশ নেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজের ফলাফল দেখতে পারবেন।
গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিভাগ কর্তৃক প্রদত্ত শর্ত এবং প্রার্থীর পছন্দক্রমের ভিত্তিতে বিষয় নির্ধারণপূর্বক এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার এবং ভর্তি আগামী ৯ ও ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটা এবং ১৩ জানুয়ারি অন্যান্য কোটায় ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি–ইচ্ছুক অবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগে যথা সময়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। সাক্ষাৎকার শেষে নির্ধারিত সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রকাশিত তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.brur.ac.bd/notice) পাওয়া যাবে।
একজন নিবন্ধিত ও সনদপ্রাপ্ত লাইভস্টক ডিগ্রিধারীর প্রধান কাজ হচ্ছে, প্রাণীর কষ্ট লাঘব ও ব্যথা উপশমে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাঁদের কাজ টিকাদান, কৃত্রিম প্রজনন, বার্ডিজ দ্বারা খোজাকরণ, ওয়ার্ড ড্রেসিং ইত্যাদি। এ ছাড়া ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিভিন্ন সেবাও তাঁরা প্রদান করেন, যা প্রাণিসম্পদ
১ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
১২ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
১ দিন আগে