Ajker Patrika

ইবির দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৭: ১৯
Thumbnail image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বহিষ্কারের সুপারিশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১২২তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

ওই দুই শিক্ষার্থী হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয় ও আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদি হাসান রয়েল। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন হবে। 

জানা যায়, এর আগেও বিভিন্ন সময় একই ঘটনায় বিভাগের সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী একাধিক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়। 

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কেউ পর পর দুইবার পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যায়। মনিরুল ইসলাম জয় প্রথম ও দ্বিতীয় বর্ষে এবং মেহেদী হাসান তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিধি অনুযায়ী তাঁদের ছাত্রত্ব বাতিল হতে যাচ্ছে বলে জানা গেছে। 

এদিকে বিভাগীয় কমিটি ও অনুষদের সভায় ওই দুই শিক্ষার্থীর পক্ষে পুনঃ ভর্তির আবেদনের সুপারিশ করে বিভাগ দুইটি। তবে একাডেমিক কাউন্সিলে পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত