Ajker Patrika

আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.১)

মোস্তাকিম শুভ, সেলটাএ টি এম মোজাফফর হোসেন, সেলটা
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮: ৪৩
আইইএলটিএস লিসনিং (পর্ব-৬.১)

Signpost Language in Listening

... গত সংখ্যার পর

কিছু অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কোথায় থেকে শুরু করছেন, কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছবেন ইত্যাদি ইত্যাদি। বর্ণনার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়। তা ছাড়া এটি প্রকাশ করে বক্তার মনোভাব আর ভাবধারাগুলোর সাবলীল স্থানান্তর, তাদের মধ্যকার সম্পর্ক, ক্রমবিন্যাস তথা ছেদহীন সংযোগ। লিসনিংয়ে এসব শব্দগুচ্ছ বা অভিব্যক্তিগুলোর অর্থ কি, তা নিয়ে আমাদের আজকের পাঠদান।

ielts-pi

প্রারম্ভিক

লিসনিংয়ের ধারা বর্ণনায় বক্তা কত কথাই না বলে। এমন করে একটির পর একটি বিষয়ের অবতারণা হয়। কথামালার মধ্যে বক্তার ব্যবহৃত কিছু শব্দগুচ্ছ বা অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কী দিয়ে শুরু করছেন, বর্ণনায় বক্তার অবস্থান কোথায় বা বক্তা কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছাবেন ইত্যাদি।

পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে

কোন বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তির অর্থ না বোঝার কারণে ধারাভাষ্যে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি বুঝতে পারে না। বিশেষ করে রেকর্ডিংয়ের কোথাও হারিয়ে গেলে দ্রুত প্রশ্ন/ধারাভাষ্যে ফিরে আসতে ব্যর্থ হয়, ফলে একটির পর একটি প্রশ্নের উত্তর মিস করে।

এখানে যে দক্ষতাগুলো দেখা হয়

কোনো বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তি খেয়াল করে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি আগাম বুঝতে পারার দক্ষতা।

সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ (Signpost Language)

যেসব শব্দ বা অভিব্যক্তি (প্রকাশভঙ্গি) দুটি ভাবধারা বা ধারণার মধ্যে একটি সাবলীল সুন্দর সংযোগ তৈরি করে এবং একটি ভাবধারা (বা ধারণা) হতে অন্যটিতে একটি সহজ স্থানান্তর নিশ্চিত করে তাকে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে। বর্ণনায় বক্তা (বা লেখক) শ্রোতাদের তার মর্জি মোতাবেক বিচরণ করান। পাঠকদের কোনো একটি লেখার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়।

অনুচ্ছেদের প্রথমে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহারে অনুচ্ছেদটি কী বিষয়ে বলবে সেটা প্রকাশ করে, অনুচ্ছেদের মধ্যে ব্যবহারে বর্ণনা তার পূর্ণতা পায়। এটি একই বাক্যে একাধিক ভাবধারাকে সংযোগ করে। তা ছাড়া এটি একাধিক বাক্য অথবা একাধিক প্যারাগ্রাফ (অনুচ্ছেদ), এমনকি একটি লেখার দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে।

এটি কোনো একটি লেখার গতিধারাকে সহজ ও বোধগম্য করে তোলে। সেখানে থাকে না কোনো অপ্রত্যাশিত ছেদ, থাকে না কোনো ছাড়া ছাড়া ভাব। এটি বলে দেয়, লেখাটি কী বলতে চাচ্ছে বা শেষ অবধি এটি কী নিয়ে কথা বলবে ইত্যাদি ইত্যাদি।

সাইন পোস্ট শব্দগুলো

একাধিক ধারণার মধ্যে বিরাজমান সম্পর্কের ধারণাও বলে দেয়। যেমন ধরুন দুটি ধারণা একই রকমের অথবা ভিন্নধর্মী, হতে পারে একটি ধারণা অন্যটির ফলাফল (অথবা উপসংহার)। তা ছাড়া এটি কোনো একটি লেখার ধারণাগুলোর ক্রমানুসারে বিন্যস্ত করে।

চলবে... (পর্ব-৬.২ আগামী সংখ্যায়)

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত