মোস্তাকিম শুভ, সেলটা
Signpost Language in Listening
... গত সংখ্যার পর
কিছু অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কোথায় থেকে শুরু করছেন, কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছবেন ইত্যাদি ইত্যাদি। বর্ণনার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়। তা ছাড়া এটি প্রকাশ করে বক্তার মনোভাব আর ভাবধারাগুলোর সাবলীল স্থানান্তর, তাদের মধ্যকার সম্পর্ক, ক্রমবিন্যাস তথা ছেদহীন সংযোগ। লিসনিংয়ে এসব শব্দগুচ্ছ বা অভিব্যক্তিগুলোর অর্থ কি, তা নিয়ে আমাদের আজকের পাঠদান।
প্রারম্ভিক
লিসনিংয়ের ধারা বর্ণনায় বক্তা কত কথাই না বলে। এমন করে একটির পর একটি বিষয়ের অবতারণা হয়। কথামালার মধ্যে বক্তার ব্যবহৃত কিছু শব্দগুচ্ছ বা অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কী দিয়ে শুরু করছেন, বর্ণনায় বক্তার অবস্থান কোথায় বা বক্তা কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছাবেন ইত্যাদি।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
কোন বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তির অর্থ না বোঝার কারণে ধারাভাষ্যে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি বুঝতে পারে না। বিশেষ করে রেকর্ডিংয়ের কোথাও হারিয়ে গেলে দ্রুত প্রশ্ন/ধারাভাষ্যে ফিরে আসতে ব্যর্থ হয়, ফলে একটির পর একটি প্রশ্নের উত্তর মিস করে।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
কোনো বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তি খেয়াল করে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি আগাম বুঝতে পারার দক্ষতা।
সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ (Signpost Language)
যেসব শব্দ বা অভিব্যক্তি (প্রকাশভঙ্গি) দুটি ভাবধারা বা ধারণার মধ্যে একটি সাবলীল সুন্দর সংযোগ তৈরি করে এবং একটি ভাবধারা (বা ধারণা) হতে অন্যটিতে একটি সহজ স্থানান্তর নিশ্চিত করে তাকে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে। বর্ণনায় বক্তা (বা লেখক) শ্রোতাদের তার মর্জি মোতাবেক বিচরণ করান। পাঠকদের কোনো একটি লেখার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়।
অনুচ্ছেদের প্রথমে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহারে অনুচ্ছেদটি কী বিষয়ে বলবে সেটা প্রকাশ করে, অনুচ্ছেদের মধ্যে ব্যবহারে বর্ণনা তার পূর্ণতা পায়। এটি একই বাক্যে একাধিক ভাবধারাকে সংযোগ করে। তা ছাড়া এটি একাধিক বাক্য অথবা একাধিক প্যারাগ্রাফ (অনুচ্ছেদ), এমনকি একটি লেখার দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে।
এটি কোনো একটি লেখার গতিধারাকে সহজ ও বোধগম্য করে তোলে। সেখানে থাকে না কোনো অপ্রত্যাশিত ছেদ, থাকে না কোনো ছাড়া ছাড়া ভাব। এটি বলে দেয়, লেখাটি কী বলতে চাচ্ছে বা শেষ অবধি এটি কী নিয়ে কথা বলবে ইত্যাদি ইত্যাদি।
সাইন পোস্ট শব্দগুলো
একাধিক ধারণার মধ্যে বিরাজমান সম্পর্কের ধারণাও বলে দেয়। যেমন ধরুন দুটি ধারণা একই রকমের অথবা ভিন্নধর্মী, হতে পারে একটি ধারণা অন্যটির ফলাফল (অথবা উপসংহার)। তা ছাড়া এটি কোনো একটি লেখার ধারণাগুলোর ক্রমানুসারে বিন্যস্ত করে।
চলবে... (পর্ব-৬.২ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:
Signpost Language in Listening
... গত সংখ্যার পর
কিছু অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কোথায় থেকে শুরু করছেন, কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছবেন ইত্যাদি ইত্যাদি। বর্ণনার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়। তা ছাড়া এটি প্রকাশ করে বক্তার মনোভাব আর ভাবধারাগুলোর সাবলীল স্থানান্তর, তাদের মধ্যকার সম্পর্ক, ক্রমবিন্যাস তথা ছেদহীন সংযোগ। লিসনিংয়ে এসব শব্দগুচ্ছ বা অভিব্যক্তিগুলোর অর্থ কি, তা নিয়ে আমাদের আজকের পাঠদান।
প্রারম্ভিক
লিসনিংয়ের ধারা বর্ণনায় বক্তা কত কথাই না বলে। এমন করে একটির পর একটি বিষয়ের অবতারণা হয়। কথামালার মধ্যে বক্তার ব্যবহৃত কিছু শব্দগুচ্ছ বা অভিব্যক্তি আগাম বলে দেয়—বক্তা কী দিয়ে শুরু করছেন, বর্ণনায় বক্তার অবস্থান কোথায় বা বক্তা কখন কোন দিকে মোড় নিয়ে কোথায় গিয়ে পৌঁছাবেন ইত্যাদি।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
কোন বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তির অর্থ না বোঝার কারণে ধারাভাষ্যে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি বুঝতে পারে না। বিশেষ করে রেকর্ডিংয়ের কোথাও হারিয়ে গেলে দ্রুত প্রশ্ন/ধারাভাষ্যে ফিরে আসতে ব্যর্থ হয়, ফলে একটির পর একটি প্রশ্নের উত্তর মিস করে।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
কোনো বর্ণনায় ব্যবহৃত শব্দগুচ্ছ বা অভিব্যক্তি খেয়াল করে বক্তা কখন কোথায় আছেন, কখন কোন দিকে মোড় নেবেন ইত্যাদি আগাম বুঝতে পারার দক্ষতা।
সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ (Signpost Language)
যেসব শব্দ বা অভিব্যক্তি (প্রকাশভঙ্গি) দুটি ভাবধারা বা ধারণার মধ্যে একটি সাবলীল সুন্দর সংযোগ তৈরি করে এবং একটি ভাবধারা (বা ধারণা) হতে অন্যটিতে একটি সহজ স্থানান্তর নিশ্চিত করে তাকে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে। বর্ণনায় বক্তা (বা লেখক) শ্রোতাদের তার মর্জি মোতাবেক বিচরণ করান। পাঠকদের কোনো একটি লেখার গতিমুখ প্রদর্শন করে বিধায় এটিকে ‘সাইন পোস্ট’ বলা হয়।
অনুচ্ছেদের প্রথমে সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহারে অনুচ্ছেদটি কী বিষয়ে বলবে সেটা প্রকাশ করে, অনুচ্ছেদের মধ্যে ব্যবহারে বর্ণনা তার পূর্ণতা পায়। এটি একই বাক্যে একাধিক ভাবধারাকে সংযোগ করে। তা ছাড়া এটি একাধিক বাক্য অথবা একাধিক প্যারাগ্রাফ (অনুচ্ছেদ), এমনকি একটি লেখার দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে।
এটি কোনো একটি লেখার গতিধারাকে সহজ ও বোধগম্য করে তোলে। সেখানে থাকে না কোনো অপ্রত্যাশিত ছেদ, থাকে না কোনো ছাড়া ছাড়া ভাব। এটি বলে দেয়, লেখাটি কী বলতে চাচ্ছে বা শেষ অবধি এটি কী নিয়ে কথা বলবে ইত্যাদি ইত্যাদি।
সাইন পোস্ট শব্দগুলো
একাধিক ধারণার মধ্যে বিরাজমান সম্পর্কের ধারণাও বলে দেয়। যেমন ধরুন দুটি ধারণা একই রকমের অথবা ভিন্নধর্মী, হতে পারে একটি ধারণা অন্যটির ফলাফল (অথবা উপসংহার)। তা ছাড়া এটি কোনো একটি লেখার ধারণাগুলোর ক্রমানুসারে বিন্যস্ত করে।
চলবে... (পর্ব-৬.২ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী হালিমাতুস সাদিয়া। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। বাবা মো. রহমান কবির ও মা নাসিমা আক্তার দুজনই পেশায় শিক্ষক। সাদিয়া শিক্ষক পরিবারে বেড়ে উঠলেও ছোটবেলা...
৩ ঘণ্টা আগেতাইওয়ানে (কেএমইউ) বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের মেডিকেল শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডির অর্জনের সুযোগ পাবেন। তাইওয়ানের এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
৩ ঘণ্টা আগেগবেষণা হলো তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নতুন জ্ঞান উন্মোচনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি। নতুন শিক্ষার্থীদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং। তবে সঠিক দিকনির্দেশনা ও কৌশল অনুসরণ করলে সফলভাবে গবেষণা শুরু করা সম্ভব। গবেষণা শুরু করতে হলে দরকার দৃঢ় সংকল্প, সঠিক বিষয় নির্বাচন, প্রাসঙ্গিক সরঞ্জাম ও কৌশলের ব্যবহার...
৪ ঘণ্টা আগেস্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ‘রেক্সল দ্বারা সুরক্ষিত’ নামের হাত ধোয়া কর্মসূচির আয়োজন করল রেডিয়েন্ট কেয়ার লিমিটেড (আরসিএল)। রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের সাবানের ব্র্যান্ড Raxoll-এর তত্ত্বাবধানে হাত ধোয়ার প্রয়োজনীয়তাবিষয়ক কর্মশালার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের ‘জাহেদী ফাউন্ডেশনের’...
১৪ ঘণ্টা আগে