তোমরা কি কখনো রোবট কার বা খেলনা দিয়ে খেলেছ? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কীভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এই গাড়ি চলে? কিংবা আয়রনম্যান, ট্রান্সফরমারস, টার্মিনেটর মুভিতে রোবটের মতো মেশিনগুলো আসলে কীভাবে কাজ করে? সবগুলোর মূলেই রয়েছে রোবোটিকস। কল্পনা করে দেখো, একদিন হয়তো তুমিও একটি রোবট বানিয়েছ, একটি ড্রোন ওড়াচ্ছ। কি, অসম্ভব মনে হচ্ছে? মোটেও অসম্ভব না। রোবোটিকস একটি মজার জিনিস। এটি তোমাকে খুলে দেবে অপার সম্ভাবনার পথ। বিস্তারিত জানাচ্ছেন রোবোটিকসে স্বর্ণপদকপ্রাপ্ত সানি জুবায়ের।
এসো তাহলে জেনে নিই রোবোটিকস আসলে কী? রোবোটিকস হলো একটি প্রযুক্তি, যা মেকানিক্যাল, ইলেকট্রনিকস ও কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে ব্যবহার করে কোনো স্বয়ংচলিত যানবাহন, উপকরণ বা মেশিন বানানোর প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আবার মানুষের নির্দেশে কাজ করতে পারে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা রোবোটিকসের ব্যবহার দেখতে পাই; যেমন চিকিৎসা, পরিবহন, শিক্ষা, বাস্তুতন্ত্র, আবাসন, বিনিয়োগ, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে। কি, কঠিন লাগছে? বইয়ের ভাষা বাদ দিয়ে আসো আমরা দেখি রোবোটিকস বলতে সহজ ভাষায় কী বোঝায়। রোবোটিকস হলো এমন একটি জাদুবিদ্যা, যা মেকানিক্যাল, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের মিশ্রণে মেশিনগুলো বানাতে সাহায্য করে!
এই মেশিনগুলো মানুষের কাছে শক্তির মতো হতে পারে, এই জাদুর জিনিসগুলো শিখে তুমি একটা নতুন দিনের শুরু করতে পারো, নিজের নতুন করে বানানো মেশিনের সঙ্গে খেলতে পারো! তোমার নির্দেশে রোবট হাত নাড়াবে, তোমার কাজ করে দেবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সঙ্গ দেবে। তুমি যদি নিজের ইচ্ছামতো কাজের মেশিন তৈরি করতে চাও, তাহলে রোবোটিকস তোমার জন্য একটি মজার দুনিয়া খুলে দেবে! বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় রোবট হলো সোফিয়া। সোফিয়া অন্য রোবটের মতো সাধারণ রোবট নয়—এটি বিশেষ ধরনের একটি রোবট, কারণ সোফিয়া মানুষের মতো কথা বলতে, শেখার ক্ষমতা রাখতে এবং মানুষের সঙ্গে ব্যবহারিকভাবে যোগাযোগ করতে পারে! এটা অনেকটা যেন ভবিষ্যতের এক বন্ধুর সঙ্গে কথা বলা—এটি আসলে একটি বন্ধুর মতো! একে বলে হিউম্যানয়েড রোবট; যা মানুষের মতো আকারের রোবট, যে নিজে থেকে চিন্তা করতে পারে। চলো, রোবট সোফিয়া সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই—২০১৭ সালে সৌদি আরবে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়া হয়।
এটি ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, যা প্রমাণ করে কীভাবে প্রযুক্তি আমাদের বিশ্বের অংশ হতে যাচ্ছে! মানুষের মতো সোফিয়ার একটি মুখমণ্ডল আছে, যা বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে—হ্যাপি, স্যাড, আশ্চর্যময় এবং অন্যান্য! এর মাধ্যমে মানুষের মতো করে রোবটটি আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে পারে। সোফিয়া শুধু একটি রোবট নয়, এটি একটি শেখার অভিযান! এটি পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ ও পরিবেশন করতে পারে। একটি রোবট বন্ধু আমাদের সঙ্গে যেমন অভিনয় করতে পারে, এটি সত্যিই আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে! মনে করো, তুমি সোফিয়ার সঙ্গে একটি উচ্ছল কথা বলছ, তোমার প্রিয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছ, মজার মজার কথা বলছ এবং উল্লসিত গল্প ভাগ করছ।
সোফিয়াও মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মতো তোমার সঙ্গে কথা বলতে পারবে, ভাব আদান-প্রদান করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লারনিংয়ের মতো প্রযুক্তি, যা রোবোটিকসের অংশ। সোফিয়া রোবট আমাদের ভবিষ্যৎ, যেখানে রোবট শুধু একটি যান নয়; বরং একটি বন্ধু! তাহলে এখন তোমরাই চিন্তা করো যে রোবোটিকস আসলে কতটা মজার!
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
তোমরা কি কখনো রোবট কার বা খেলনা দিয়ে খেলেছ? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কীভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এই গাড়ি চলে? কিংবা আয়রনম্যান, ট্রান্সফরমারস, টার্মিনেটর মুভিতে রোবটের মতো মেশিনগুলো আসলে কীভাবে কাজ করে? সবগুলোর মূলেই রয়েছে রোবোটিকস। কল্পনা করে দেখো, একদিন হয়তো তুমিও একটি রোবট বানিয়েছ, একটি ড্রোন ওড়াচ্ছ। কি, অসম্ভব মনে হচ্ছে? মোটেও অসম্ভব না। রোবোটিকস একটি মজার জিনিস। এটি তোমাকে খুলে দেবে অপার সম্ভাবনার পথ। বিস্তারিত জানাচ্ছেন রোবোটিকসে স্বর্ণপদকপ্রাপ্ত সানি জুবায়ের।
এসো তাহলে জেনে নিই রোবোটিকস আসলে কী? রোবোটিকস হলো একটি প্রযুক্তি, যা মেকানিক্যাল, ইলেকট্রনিকস ও কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে ব্যবহার করে কোনো স্বয়ংচলিত যানবাহন, উপকরণ বা মেশিন বানানোর প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আবার মানুষের নির্দেশে কাজ করতে পারে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা রোবোটিকসের ব্যবহার দেখতে পাই; যেমন চিকিৎসা, পরিবহন, শিক্ষা, বাস্তুতন্ত্র, আবাসন, বিনিয়োগ, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে। কি, কঠিন লাগছে? বইয়ের ভাষা বাদ দিয়ে আসো আমরা দেখি রোবোটিকস বলতে সহজ ভাষায় কী বোঝায়। রোবোটিকস হলো এমন একটি জাদুবিদ্যা, যা মেকানিক্যাল, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের মিশ্রণে মেশিনগুলো বানাতে সাহায্য করে!
এই মেশিনগুলো মানুষের কাছে শক্তির মতো হতে পারে, এই জাদুর জিনিসগুলো শিখে তুমি একটা নতুন দিনের শুরু করতে পারো, নিজের নতুন করে বানানো মেশিনের সঙ্গে খেলতে পারো! তোমার নির্দেশে রোবট হাত নাড়াবে, তোমার কাজ করে দেবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সঙ্গ দেবে। তুমি যদি নিজের ইচ্ছামতো কাজের মেশিন তৈরি করতে চাও, তাহলে রোবোটিকস তোমার জন্য একটি মজার দুনিয়া খুলে দেবে! বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় রোবট হলো সোফিয়া। সোফিয়া অন্য রোবটের মতো সাধারণ রোবট নয়—এটি বিশেষ ধরনের একটি রোবট, কারণ সোফিয়া মানুষের মতো কথা বলতে, শেখার ক্ষমতা রাখতে এবং মানুষের সঙ্গে ব্যবহারিকভাবে যোগাযোগ করতে পারে! এটা অনেকটা যেন ভবিষ্যতের এক বন্ধুর সঙ্গে কথা বলা—এটি আসলে একটি বন্ধুর মতো! একে বলে হিউম্যানয়েড রোবট; যা মানুষের মতো আকারের রোবট, যে নিজে থেকে চিন্তা করতে পারে। চলো, রোবট সোফিয়া সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই—২০১৭ সালে সৌদি আরবে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়া হয়।
এটি ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, যা প্রমাণ করে কীভাবে প্রযুক্তি আমাদের বিশ্বের অংশ হতে যাচ্ছে! মানুষের মতো সোফিয়ার একটি মুখমণ্ডল আছে, যা বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে—হ্যাপি, স্যাড, আশ্চর্যময় এবং অন্যান্য! এর মাধ্যমে মানুষের মতো করে রোবটটি আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে পারে। সোফিয়া শুধু একটি রোবট নয়, এটি একটি শেখার অভিযান! এটি পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ ও পরিবেশন করতে পারে। একটি রোবট বন্ধু আমাদের সঙ্গে যেমন অভিনয় করতে পারে, এটি সত্যিই আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে! মনে করো, তুমি সোফিয়ার সঙ্গে একটি উচ্ছল কথা বলছ, তোমার প্রিয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছ, মজার মজার কথা বলছ এবং উল্লসিত গল্প ভাগ করছ।
সোফিয়াও মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মতো তোমার সঙ্গে কথা বলতে পারবে, ভাব আদান-প্রদান করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লারনিংয়ের মতো প্রযুক্তি, যা রোবোটিকসের অংশ। সোফিয়া রোবট আমাদের ভবিষ্যৎ, যেখানে রোবট শুধু একটি যান নয়; বরং একটি বন্ধু! তাহলে এখন তোমরাই চিন্তা করো যে রোবোটিকস আসলে কতটা মজার!
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া শুরু হচ্ছে ৩ আগস্ট। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ১১ আগস্ট থেকে সারা দেশ
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
১৩ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
১৩ ঘণ্টা আগেরাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন এই ইউনিভার্সিটির নাম আগেই প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া পাবলিক ইউনিভার্সিটির একটি মডেলও চূড়ান্ত করা হয়েছে। এতোদিন এসব কার্যক্রম আড়ালে চললেও ইউনিভার্সিটি
১ দিন আগে