Ajker Patrika

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশ

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ৫৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট gstadmisson. ac. bd–এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবেন। এ ছাড়া ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

আজ মঙ্গলবার কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক ও মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানানো হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫.৭৪) এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন (শতকরা ৫৪.২৬।

অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৬১ জন (শতকরা ১২.০২)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস (-) ১৫.৭৫।

এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে ‘বি’ ও ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সব ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ সম্পন্ন হলো।

কমিটির আহ্বায়ক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যাঁরা রাত–দিন অত্যন্ত পরিশ্রম করেছেন; কমিটির সদস্যরা, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া প্রতিনিধি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত