Ajker Patrika

খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় 

২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকার নিবন্ধন সম্পন্ন করে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দিলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে এত দিন কোন সিদ্ধান্ত আসেনি। তবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে শ্রেণিকক্ষে কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে। তবে সে ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দুটি শর্ত বেধে দিয়েছে ইউজিসি। শর্ত দুটি মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে। 

শুক্রবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। 

শর্ত দুটি হলো
১. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ ইতিমধ্যে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে অথবা ভ্যাকসিন গ্রহণের জাতীয় পরিচয়পত্র জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে থাকলে। 
২. ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক (https://univacuge.gov.bd) এ ভ্যাকসিন গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েব পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে। 

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো বন্ধ ছিল দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এত দিন অনলাইনে ক্লাস ও পরীক্ষা ইত্যাদি কার্যক্রমগুলো চালু রেখেছে। এমনকি বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তিও করেছে। করোনাকালীন সময়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দেড় থেকে দুই বছরের শিক্ষাজট দেখা গেলেও এ ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজট থেকে অনেকাংশে মুক্ত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...