Ajker Patrika

বন্যার কারণে স্নাতক ১ম বর্ষে ভর্তির সময় বেড়েছে

গাজীপুর প্রতিনিধি
বন্যার কারণে স্নাতক ১ম বর্ষে ভর্তির সময় বেড়েছে

বন্যার কারণে বাড়ানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ১ম বর্ষে (২০২১-২০২২) ভর্তির সময়সীমা। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। 

মো. আতাউর রহমান জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম উত্তোলন ও জমাদানের শেষ সময় ছিল ২৯ জুন ২০২২ পর্যন্ত। বন্যার্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে উক্ত সময় ১ (এক) সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ০৬ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি ফরম উত্তোলন ও জমাদান করতে পারবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত