Ajker Patrika

ঢাবিতে ভর্তি–ইচ্ছুকদের সরব উপস্থিতি, চলছে শেষ সময়ের প্রস্তুতি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২২, ১১: ০৩
ঢাবিতে ভর্তি–ইচ্ছুকদের সরব উপস্থিতি, চলছে শেষ সময়ের প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভাগীয় ৭টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। 

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। শেষ সময়ে খুঁটিনাটি দেখে নিচ্ছেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। 

সরেজমিনে ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, যানজট এড়িয়ে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে আগে আগেই চলে এসেছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র খুঁজে তার আশপাশেই বসে শেষ সময়ে যা পারছেন দেখে যাচ্ছেন। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা পড়ছেন আর পাশে তাদের অভিভাবকেরা হাতে থাকা ফাইল অথবা কাগজ দিয়ে শিক্ষার্থীকে বাতাস করছেন।

শেষ সময়ে খুঁটিনাটি দেখে নিচ্ছেন এক পরীক্ষার্থী

আফিয়া জান্নাত নামের এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বলেন, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে আসলে কিছু নেই। নিজের ভেতরে আত্মবিশ্বাস, আকাঙ্ক্ষা থেকে এ পড়া। সবাই পড়তেছে দেখে নিজের ভেতরে ভয়, হতাশা কাজ করছে। তাদের মাঝে নিজেকে খুবই নগণ্য মনে হচ্ছে। স্বপ্ন সব মিলিয়ে একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া।

রাকিব উদ্দিন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব বেশি ধারণা দেওয়া হয়না। সম্পূর্ণ নিজের ওপর আস্থা রেখেই পড়াশোনাটা করেছি। নিজেই যেন নিজের অভিভাবক। তাই কি করব বুঝতেছি না। তবে যত পড়ি মনে হচ্ছে সামনের আরেকটি লাইন পড়লে বুঝি ওই জায়গা থেকে কমন আসবে!’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। এই ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী। 

এর আগে গতকাল শুক্রবার সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করে ঢাবি কর্তৃপক্ষ।

সারা দেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবারের শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে আসনসংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। এই পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত