Ajker Patrika

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩: ১১
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আগাম নোটিশ ছাড়া পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে নীলক্ষেতে রাস্তা অবরোধ করে তাঁরা এই বিক্ষোভ শুরু করেন। 

ভিসি চত্বরে শিক্ষার্থীরাশিক্ষার্থীরা বলছেন, আজই তাঁদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁরা জানতে পারেন যে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পূর্ব নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিতের প্রতিবাদে তাঁরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। সকাল ৯টা থেকে তাঁদের এই কর্মসূচি শুরু হয়। পরে পুলিশের হুমকির মুখে মোড় ছেড়ে দিতে বললে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে (ভিসি চত্বরে) চলে আসেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। 

 নীলক্ষেত মোড় অবরোধ দিয়ে বিক্ষোভ শুরুসরকারি বাংলা কলেজের শিক্ষার্থী শাবানা খাতুন বলেন, ‘আমরা আমাদের পরীক্ষা হঠাৎ স্থগিতের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করি। কিন্তু অবরোধের এক ঘণ্টা পর পুলিশ আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেছে। এক পুলিশ সদস্য আমাদের উদ্দেশে বলেন, গুলি করা শুরু করলে কেউই থাকতে পারবেন না। আপনারা বরং বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিসে গিয়ে আপনাদের দাবি জানান। এরপর আমরা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি।’ 

কবি নজরুল কলেজের শিক্ষার্থী আবদুস সাত্তার বলেন, ‘আমরা (ডিগ্রি) সবাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এখনো আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়নি। গত নভেম্বরে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজকে শেষ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হলে মাইকে ঘোষণা দেওয়া হয়, পরীক্ষা স্থগিত। এটি আমাদের সঙ্গে তামাশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...