Ajker Patrika

জাতীয় অ্যাথলেটিকসে ইবি শিক্ষার্থী তামান্নার স্বর্ণপদক জয়

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ০২
জাতীয় অ্যাথলেটিকসে ইবি শিক্ষার্থী তামান্নার স্বর্ণপদক জয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার ৪৫তম জাতীয় অ্যাথলেটিকসে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণপদক জিতেছেন। আজ রোববার বিভাগীয় সূত্রে এ তথ্য জানা যায়। তামান্না আক্তার ১০০ মিটার হার্ডলস ইভেন্টে অংশ নিয়ে এই পদক পান। 

জানা যায়, প্রতিযোগিতায় ওই শিক্ষার্থী বাংলাদেশ নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই পদক জয় করেন। এর মধ্যে দুটিতে স্বর্ণপদক ও একটিতে রৌপ্যপদক পেয়েছেন।  

ষষ্ঠবারের মতো স্বর্ণপদক জিতেছেন ইবির শিক্ষার্থী তামান্না আক্তারএ বিষয়ে তামান্না বলেন, ‘তিনটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতেই পদক পেয়েছি। এটি অনেক আনন্দের। বেস্ট টাইমিং পেয়েছিলাম। ৪০০ মিটার হার্ডলস এবার প্রথমবার অনুষ্ঠিত হয়েছে এবং সেটাতে স্বর্ণ জয় করতে পারাটা অবশ্যই অনেক ভালো লাগার বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত