Ajker Patrika

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের নীতিগত সিদ্ধান্ত

প্রতিনিধি, ঢাবি
Thumbnail image

শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা প্রবেশ করব।

কখন থেকে ডোপ টেস্ট প্রক্রিয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, শুরু করার আগে আমাদের কিছু কাজ রয়েছে। আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। প্রস্তুতির জন্য আমাদের মেডিকেল প্রধানকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। সে কমিটি কবে থেকে শুরু করবে, কীভাবে শুরু করবে তার একটা নীতিমালা প্রণয়ন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত