
প্রযুক্তির দুনিয়া আজকাল দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও তার প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বদরবারে তুলে ধরা শুরু করেছে। ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের রোবোটিকস দল তাদের অসাধারণ দক্ষতা দেখিয়ে অর্জন করেছে ১০টি পদক...

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণপদকসহ মোট ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। ১৭ থেকে ২০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (বেক্সকো) এই রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

২৫ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে আছে ৩টি স্বর্ণ,৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক এবং ২টি টেকনিক্যাল পদক। রোবোটিকসের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১ হাজার ৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নি

১৬ থেকে ২০ জানুয়ারি গ্রিসের এথেন্সে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের (আইআরও) ২৫তম আসর। রোবোটিকসের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করা সেরা ১৬ শিক্ষার্থী। আজ এ শিক্ষার্থীরা গ্রিসের উদ্দেশে দেশ ছাড়বেন।