Ajker Patrika

যুক্তরাষ্ট্রে উরসিনাস গেটওয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের শিক্ষার্থীদের কাছে পড়াশোনার মান, পরিবেশ, গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ-সুবিধার জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহের গন্তব্য। দেশটির বেশির ভাগ বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পর্যায়ে রয়েছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি সমগ্র বিশ্বে সমাদৃত এবং ক্যারিয়ারের ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উরসিনাস গেটওয়ে বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির উরসিনাস কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।

উরসিনাস কলেজ হলো পেনসিলভানিয়ার একটি বেসরকারি আর্ট কলেজ। এটি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরের বছর ১৮৭০ সালের সেপ্টেম্বরে কলেজটিতে পাঠদান শুরু হয়। শুরুতে কলেজটিতে ছাত্রী ভর্তির সুযোগ না থাকলেও ১৮৮১ সাল থেকে ভর্তি করা হয়।

সুযোগ-সুবিধা

শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের উরসিনাস গেটওয়ে আন্তর্জাতিক বৃত্তির মেয়াদ থাকবে ৪ বছর। ৪ বছরের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিবছর ৩৫ হাজার ডলার (৪১ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা) দেওয়া হবে।

অধ্যয়নের বিষয়

শিক্ষার্থীরা ৬০টি কোর্সে ডিগ্রি অর্জন করতে পারবেন। কলেজের জনপ্রিয় কোর্সগুলো হলো—জীববিদ্যা, ইংরেজি, মনোবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা ও অর্থনীতি, স্বাস্থ্য ও ব্যায়াম এবং শারীরবিদ্যা।

আবেদনের যোগ্যতা: বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে উরসিনাস কলেজের বৃত্তির জন্য যোগ্য হতে হবে। প্রার্থীদের অবশ্যই স্যাট স্কোর ১২৫০‍, এসিটি ২৮ অথবা সিজিপিএ-৪-এর মধ্যে ৩.৮৫ থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত