Ajker Patrika

মাস্ট্রিচ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
মাস্ট্রিচ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস (হল্যান্ড)। দেশটি সেনজেনভুক্ত ও ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। এ ছাড়া নেদারল্যান্ডসের আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার খরচ—সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

দেশটির জাতীয় ভাষা ডাচ। তবে এখানে ইংরেজি, ফ্রিসিয়ান ও পাপিয়ামেন্টু ভাষাও প্রচলিত রয়েছে। নেদারল্যান্ডসে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন। পড়াশোনার ক্ষেত্রে দেশটি বিভিন্ন বৃত্তির অফার করে থাকে। সে রকম একটি হলো মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া এ বৃত্তির আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যেমন জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের জন্য ১৫ হাজার ৯২৫ ইউরো ও স্বাস্থ্যবিমা বাবদ ৭০০ ইউরো দেওয়া হবে।

অধ্যয়নের ক্ষেত্র

স্বাস্থ্য, মেডিসিন ও জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসা ও অর্থনীতি স্কুল, মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। এ ফাইলে সিভি, কাজের অভিজ্ঞতার বিবরণ, মোটিভেশন লেটার ও আগের ডিগ্রির প্রতিলিপি সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে একজন তত্ত্বাবধায়কের যোগাযোগের তথ্য যোগ করতে হবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। স্নাতকোত্তরের এ বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক ও স্নাতকে আকর্ষণীয় ফল থাকতে হবে।

আবেদন পদ্ধতি

মাস্ট্রিচ ইউনিভার্সিটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত