Ajker Patrika

এসএসসি ও সমমানের ৭৬ হাজার শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের ফল ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০: ১০
এসএসসি ও সমমানের ৭৬ হাজার শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের ফল ২১ জানুয়ারি

গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ ফলে সন্তুষ্ট না হওয়া প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। আগামী ২১ জানুয়ারি এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। 

আন্তশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

অধ্যাপক নেহাল আহমেদ জানান, ‘এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ২১ জানুয়ারি। এর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।’ 

গত ৩১ ডিসেম্বর এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়, যা শেষ হয় গত ৬ জানুয়ারি। এর আগের দিন ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার জিপিএ-৫ পায় ১ লাখ ৮৩ হাজারের বেশি শিক্ষার্থী। 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার তিন বিষয়ের পরীক্ষা হলেও ফলাফলে অসন্তোষ জানিয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে হিসাববিজ্ঞান, রসায়ন ও ভূগোল বিষয়ে বেশি আবেদন পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

আজকের রাশিফল: দূরদেশ থেকে ফোন করে কেউ ক্ষমা চাইবে, প্রপোজ করার মোক্ষম দিন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ