Ajker Patrika

জবি ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন

জবি প্রতিনিধি
জবি ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে বিভাগের অধ্যাপক ড. মমিন উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩ বছরের জন্য তাঁকে এ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু জাফরের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ গত ১৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এ জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন (২০০৫) এর ২৪ (২) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মমিন উদ্দীনকে পরবর্তী ৩ বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মমিন উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় ইংরেজি বিভাগের উন্নয়নে কাজ করে যাব। বিভাগের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...