Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী টেক্স ফেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বেসরকারি গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী ‘টেক্স ফেস্ট: ২০২৩-২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় টেক্সটাইল বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। টেক্স ফেস্টে আলোচনা সভা, নানা ধরনের প্রতিযোগিতা, ক্যারিয়ার টক, ইন্ডাস্ট্রিয়াল টক ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ শনিবার টেক্স ফেস্টের সমাপনী দিনে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। গ্রিন ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রিন ইউনিভার্সিটির ডিসটিংগুইজড অধ্যাপক ও টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা তুলে ধরা ও বেশি বেশি কাজের সুযোগ জানান দেওয়াই এই ফেস্টের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করতে এটি ভূমিকা রাখে। 

দুই দিনব্যাপী এ উৎসবে প্রীতি ফুটবল ম্যাচ, মার্চেন্ডাইজিং টিম আড্ডা, ক্যারিয়ার টক, ইনোভেটিভ আইডিয়া, পোস্টার প্রেজেন্টেশন এবং সাংস্কৃতিক ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এর আগে উৎসবের ক্যারিয়ার টক ও ইন্ডাস্ট্রিয়াল টক অনুষ্ঠানে উহান টেক্সটাইল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. এস এম মিনহাজ, বিটপী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের কামাল উদ্দিন মিয়া এবং ফারিহা নিট টেক্সটাইল লিমিটেডের ডিজিএম মো. জুলফিকার আলী বক্তব্য দেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চ মাতায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত