নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী হলে থাকেন, তাদের সবাইকে করোনাভাইরোস টিকা দেওয়া হবে। এরপরই আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়ে মন্ত্রী বলেন, চলতি মে মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল। স্বাস্থ্যসম্মত উপায়ে খুলে দেওয়ার ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চেয়েছি।
৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, যাদের এনআইডি কাছে তাদের তালিকাও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মাঝে টিকা পাওয়া নিয়ে সমস্যা ছিল, সেসময় এদের (শিক্ষার্থীদের) টিকার বিষয়টি নিশ্চিত করতে পারিনি। এখন টিকা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নতুন টিকায় অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিতে দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি, আশা করি শিগগিরই দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলো যাতে অনলাইনে পরীক্ষা নিতে পারে সে বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে ইউজিসি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ মে সেই রূপরেখা অনুমোদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে ২৪ মে এ বিষয়ে জানিয়ে দিয়েছে। এখন সব বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিতে পারবে। অনেক জায়গায় পরীক্ষা নিতে না পারায় অনেক শিক্ষার্থী নানা সমস্যায় পড়ছিলেন, সেটার একটা সমাধান হবে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও সংক্রমণ বাড়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা থাকলেও এসব প্রতিষ্ঠানে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আজ ছুটি বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এদিকে গত ১২ মে চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার থেকে সিনোফার্মের এই কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে বাংলাদেশে বসবাসরত প্রায় ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও তিন শ্রেণির মানুষকে এই টিকা দেওয়া হবে। এ ছাড়া করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করা মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াও মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীরা এই টিকা পাবেন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকার চারটি কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকার বাইরে ৩৩টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবেরা।
ঢাকা: বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী হলে থাকেন, তাদের সবাইকে করোনাভাইরোস টিকা দেওয়া হবে। এরপরই আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়ে মন্ত্রী বলেন, চলতি মে মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল। স্বাস্থ্যসম্মত উপায়ে খুলে দেওয়ার ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চেয়েছি।
৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, যাদের এনআইডি কাছে তাদের তালিকাও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মাঝে টিকা পাওয়া নিয়ে সমস্যা ছিল, সেসময় এদের (শিক্ষার্থীদের) টিকার বিষয়টি নিশ্চিত করতে পারিনি। এখন টিকা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নতুন টিকায় অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিতে দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি, আশা করি শিগগিরই দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলো যাতে অনলাইনে পরীক্ষা নিতে পারে সে বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে ইউজিসি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ মে সেই রূপরেখা অনুমোদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে ২৪ মে এ বিষয়ে জানিয়ে দিয়েছে। এখন সব বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিতে পারবে। অনেক জায়গায় পরীক্ষা নিতে না পারায় অনেক শিক্ষার্থী নানা সমস্যায় পড়ছিলেন, সেটার একটা সমাধান হবে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও সংক্রমণ বাড়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা থাকলেও এসব প্রতিষ্ঠানে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আজ ছুটি বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এদিকে গত ১২ মে চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার থেকে সিনোফার্মের এই কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে বাংলাদেশে বসবাসরত প্রায় ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও তিন শ্রেণির মানুষকে এই টিকা দেওয়া হবে। এ ছাড়া করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করা মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াও মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীরা এই টিকা পাবেন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকার চারটি কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকার বাইরে ৩৩টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবেরা।
যুক্তরাজ্যে অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের...
৪ ঘণ্টা আগেঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
২ দিন আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
৩ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে