Ajker Patrika

যানজট-বৃষ্টির ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১২: ২২
যানজট-বৃষ্টির ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

সকাল ৯টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটে বন্ধ রাস্তায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে বারবার ঘড়ি দেখছেন একজন বাইকার। পেছনে একজন আরোহী, পরনে স্কুল ইউনিফর্ম এবং হাতে ফাইলবন্দী কিছু কাগজপত্র। একটু মনোযোগ দিলেই বোঝা যায়, সে একজন এসএসসি পরীক্ষার্থী। কিছুটা সামনেই আজিমপুর গার্লস স্কুল, সেখানেই তাঁর পরীক্ষাকেন্দ্র। কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে, তাই তাড়া আছে মনে আর আছে যানজটের কারণে সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে না পারার শঙ্কা। দীর্ঘ অপেক্ষার পর জ্যাম ছাড়ে ৯টা ২০ মিনিটে। অবশেষে এক টানে তাঁরা পৌঁছে যায় আজিমপুর গার্লস স্কুল পরীক্ষাকেন্দ্রে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে কেন্দ্রে। তাই বাইক থেকে নেমেই এক দৌড়ে কেন্দ্রে ঢুকে গেল পরীক্ষার্থী।

কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কথা হয় গভ. ল্যাবরেটরি হাইস্কুল অ্যান্ড কলেজের আব্দুল্লাহ আল মামুন নামের এই পরীক্ষার্থীর অভিভাবক মো. নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, `ছেলেকে নিয়ে ১০টার পরীক্ষা ধরতে বসিলার বাসা থেকে বের হয়েছি সকাল ৮টায়। রাস্তায় জ্যামের কথা মাথায় রেখে বাইক নিয়ে এসেছি। তার পরও তিন জায়গায় জ্যামে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি। যতক্ষণ জ্যামে আটকা ছিলাম ততক্ষণ যে মানসিক চাপ অনুভব হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। দুই ঘণ্টা হাতে রেখে রওনা দিয়ে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে পৌঁছেছি। এটা একজন পরীক্ষার্থী ও তার অভিভাবকের জন্য বিশাল দুশ্চিন্তার কারণ।'

একই কেন্দ্রের সামনে কথা হয় মাহফুজুর রহমান নামের আরেক অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় জ্যাম ছিল, কিন্তু আমাদের আসতে কোনো সমস্যা হয় নাই। কেন্দ্রের শৃঙ্খলাও বেশ ভালো। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলাটা একটু বেশিই।'

দীর্ঘ অপেক্ষা শেষে আজ রোববার শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসার কথা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪। প্রতিদিন দুই শিফটে (সকাল-বিকেল) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ২৩ নভেম্বর।

আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষে আই রেখায় পরীক্ষার্থীদের বসানো হয়েছে। মাঝে ফাঁকা রেখে বড় বেঞ্চের দুই মাথায় বসেছে শিক্ষার্থীরা। তবে কেন্দ্রে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের হ্যান্ড স্যানিটাইজ বা স্বাস্থ্য সুরক্ষামূলক কার্যক্রম করতে দেখা যায়নি।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলাদেশ ছাড়াও আটটি দেশের ৪২৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয়, সে ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।

সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। শেষ হবে ১১টা ৩০ মিনিটে। সকালের শিফটে ১০টায় বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বিকেলের শিফট ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত