Ajker Patrika

কুবি ও জনতা ব্যাংকের মধ্যে ৫০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর

প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 
কুবি ও জনতা ব্যাংকের মধ্যে ৫০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও জনতা ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে করপোরেট গ্যারান্টির আওতায় হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ৫০ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও জনতা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন (প্রিন্সিপাল অফিসার)। 

মূলত এ চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ৯% সরল সুদে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে হোলসেল রিভলভিং (Wholesale revolving) সাধারণ গৃহ নির্মাণ ঋণ সুবিধা ভোগ করবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলামের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘এ ঋণ চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি সুযোগ। এ ঋণ সুবিধার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ গৃহ নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারবে এবং এ ঋণ চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উন্মোচিত হবে।’ 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, সকল অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতির প্রতিনিধিসহ জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, কুমিল্লার মহাব্যবস্থাপক জিয়াউর রহমান খন্দকার ও এরিয়া অফিস কুমিল্লা দঃ এর সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) মো. আবুল হাসানাত আজাদসহ আরও অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত