নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার ভিত্তিতে সেরাদের বাছাই করা হয়। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে সব ক্যাটাগরিতে সেরাদের নাম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
পরীক্ষার ফল, ক্লাসে উপস্থিতি, খেলাধুলা, সংগীতসহ অন্যান্য গুণের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই দেশসেরা হওয়ার গৌরব অর্জন করতে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা) উপলক্ষে সারা দেশে কয়েক ধাপের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে সেরা নির্বাচিত হয়েছেন চারজন।
শ্রেষ্ঠ চার শিক্ষার্থী হলেন-রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন, চট্টগ্রামের ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ, ময়মনসিংহ সরকারি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনুপমা শারমীন অনন্যা ও লালমনিরহাট সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান।
আগামী ২১ জুন দেশসেরা এই চার শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি এবং এসএসসিতে কৃতী শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছিল। আবার সংগীতে জাতীয় পুরস্কারও আছে তার ঝুলিতে। সরকারিভাবে আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতাতেও একটি শ্রেণিতে শ্রেষ্ঠ হয়েছিল সে। সে যখন বিদ্যালয়ে পড়ে তখন (২০১৯ সাল) বিদ্যালয় পর্যায়ে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল। আর এবার সবাইকে পেছনে ফেলে সেরা কলেজশিক্ষার্থীর মুকুট পেল কুইন।
কুইন বলেন, ‘সেরাদের মধ্যে থেকে সেরা নির্বাচিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। সেরাদের সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লাগছে।’
মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে সেরা হয়েছেন চট্টগ্রামের ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ। তার বাড়ি কুমিল্লার বরুড়ায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত রচনা প্রতিযোগিতায় দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ভারত থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। আর ২০১৪ ও ২০১৫ সালে প্রথম আলোর কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন। রোভার স্কাউটসহ অন্যান্য কার্যক্রমেও জড়িত তিনি।
ফয়সাল আহমদ জানান, বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা হয়েছেন তিনি। এখনই তিনি থামতে চান না। তাঁর খুব ইচ্ছা শিক্ষক হওয়ার। আর শিক্ষক হতে পারলে তিনি চাইবেন যেন শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন এবং দেশের সেবা করতে পারেন।
এ ছাড়া বিদ্যালয় পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহ সরকারি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনুপমা শারমীন অনন্যা। বিদ্যালয়ে পর্যায়ে সেরা শিক্ষার্থী হওয়ার আগে অনন্যা দুবার জাতীয় পর্যায়ে অন্য বিষয়ে স্বর্ণপদক পেয়েছিল। এর মধ্যে একবার শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। আবার ২০১৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় সারা দেশে প্রথম হয়েছিল। তখন রাষ্ট্রপতির উপস্থিতিতে সে স্বর্ণপদক পেয়েছিল। আর এবার বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে সেরা হলো সে।
কারিগরি শিক্ষায় পড়ুয়া সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে সেরা হয়েছে লালমনিরহাট সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান। সে ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে। এর আগে স্কাউটের শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ওই অ্যাওয়ার্ড গ্রহণ করেছিল। এবার কারিগরি শিক্ষায় সেরা হতে পেরে সে খুবই খুশি।
জানা গেছে, বিভিন্ন গুণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেরা নির্বাচন করে পাঠানো হয় উপজেলা পর্যায়ে। সেখানে বিভিন্ন শ্রেণিতে (ক্যাটাগরি) সেরা হওয়াদের পাঠানো হয় জেলা পর্যায়ে। সেটি যায় বিভাগ বা আঞ্চলিক (শিক্ষার অঞ্চল) পর্যায়ে। সব কটি আঞ্চলিক পর্যায়ে যারা সেরা হয়, তাদের সবাইকে আবার পাঠানো হয় জাতীয় পর্যায়ে। সেখানেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন শ্রেণিতে সেরাদের নির্বাচন করা হয়।
দেশে প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার ভিত্তিতে সেরাদের বাছাই করা হয়। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে সব ক্যাটাগরিতে সেরাদের নাম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
পরীক্ষার ফল, ক্লাসে উপস্থিতি, খেলাধুলা, সংগীতসহ অন্যান্য গুণের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই দেশসেরা হওয়ার গৌরব অর্জন করতে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা) উপলক্ষে সারা দেশে কয়েক ধাপের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে সেরা নির্বাচিত হয়েছেন চারজন।
শ্রেষ্ঠ চার শিক্ষার্থী হলেন-রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন, চট্টগ্রামের ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ, ময়মনসিংহ সরকারি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনুপমা শারমীন অনন্যা ও লালমনিরহাট সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান।
আগামী ২১ জুন দেশসেরা এই চার শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি এবং এসএসসিতে কৃতী শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছিল। আবার সংগীতে জাতীয় পুরস্কারও আছে তার ঝুলিতে। সরকারিভাবে আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতাতেও একটি শ্রেণিতে শ্রেষ্ঠ হয়েছিল সে। সে যখন বিদ্যালয়ে পড়ে তখন (২০১৯ সাল) বিদ্যালয় পর্যায়ে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল। আর এবার সবাইকে পেছনে ফেলে সেরা কলেজশিক্ষার্থীর মুকুট পেল কুইন।
কুইন বলেন, ‘সেরাদের মধ্যে থেকে সেরা নির্বাচিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। সেরাদের সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লাগছে।’
মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে সেরা হয়েছেন চট্টগ্রামের ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ। তার বাড়ি কুমিল্লার বরুড়ায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত রচনা প্রতিযোগিতায় দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ভারত থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। আর ২০১৪ ও ২০১৫ সালে প্রথম আলোর কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন। রোভার স্কাউটসহ অন্যান্য কার্যক্রমেও জড়িত তিনি।
ফয়সাল আহমদ জানান, বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা হয়েছেন তিনি। এখনই তিনি থামতে চান না। তাঁর খুব ইচ্ছা শিক্ষক হওয়ার। আর শিক্ষক হতে পারলে তিনি চাইবেন যেন শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন এবং দেশের সেবা করতে পারেন।
এ ছাড়া বিদ্যালয় পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহ সরকারি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনুপমা শারমীন অনন্যা। বিদ্যালয়ে পর্যায়ে সেরা শিক্ষার্থী হওয়ার আগে অনন্যা দুবার জাতীয় পর্যায়ে অন্য বিষয়ে স্বর্ণপদক পেয়েছিল। এর মধ্যে একবার শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। আবার ২০১৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় সারা দেশে প্রথম হয়েছিল। তখন রাষ্ট্রপতির উপস্থিতিতে সে স্বর্ণপদক পেয়েছিল। আর এবার বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে সেরা হলো সে।
কারিগরি শিক্ষায় পড়ুয়া সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে সেরা হয়েছে লালমনিরহাট সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান। সে ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে। এর আগে স্কাউটের শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ওই অ্যাওয়ার্ড গ্রহণ করেছিল। এবার কারিগরি শিক্ষায় সেরা হতে পেরে সে খুবই খুশি।
জানা গেছে, বিভিন্ন গুণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেরা নির্বাচন করে পাঠানো হয় উপজেলা পর্যায়ে। সেখানে বিভিন্ন শ্রেণিতে (ক্যাটাগরি) সেরা হওয়াদের পাঠানো হয় জেলা পর্যায়ে। সেটি যায় বিভাগ বা আঞ্চলিক (শিক্ষার অঞ্চল) পর্যায়ে। সব কটি আঞ্চলিক পর্যায়ে যারা সেরা হয়, তাদের সবাইকে আবার পাঠানো হয় জাতীয় পর্যায়ে। সেখানেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন শ্রেণিতে সেরাদের নির্বাচন করা হয়।
ঢাকা কলেজের ২০১০-১১ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী মো. তানজীমুল ইসলাম। একসময় সরকারি চাকরি না পেয়ে হতাশ হন। শুরু করেন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি। সফলতাও পেয়েছেন তানজীম। আইইএলটিএস পরীক্ষায় পেয়েছেন ৭.৫। বর্তমানে তানজীম যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
২ ঘণ্টা আগেপ্যারাফ্রেজ: মূল ভাবার্থ ঠিক রেখে কোনো বাক্যকে (বা তার কিছু অংশ) অন্যভাবে বলাকে ইংরেজিতে প্যারাফ্রেজ বলে। রিডিং, রাইটিংয়ের মতো লিসনিংয়ের ক্ষেত্রেও প্যারাফ্রেজ করার দক্ষতা অতীব জরুরি। কারণ লিসনিংয়ের প্রায় প্রতিটি প্রশ্নের জবাব রেকর্ডিংয়ে প্যারাফ্রেজ করে বলে। প্রশ্নপত্র বুঝতে এবং রেকর্ডিং শুনে সঠিক...
২ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
১৭ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
১৭ ঘণ্টা আগে