Ajker Patrika

১১ আগস্ট কাওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যে দাবি করা হয়েছে সেটি সত্য নয়। 

আজ বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগামী ১১ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি সত্য নয় বলে গণমাধ্যমকে পরিষ্কার করেছে মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১১ আগস্ট বুধবার থেকে দেশের সব কাওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা সত্য নয়। 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত