Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২১: ২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে যাঁরা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই।’

আজ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা যেমনটি বলছেন, কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে প্রাথমিক বিদ্যালয় বন্ধেরও ঘোষণা আসে। চলমান এইচএসসি পরীক্ষাও ১ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত