Ajker Patrika

আরব আমিরাতে ছুরিকাঘাতে চুনারুঘাটের যুবক খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আরব আমিরাতে ছুরিকাঘাতে চুনারুঘাটের যুবক খুন

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর নাম কাউছার মিয়া (৩৮)। আবুধাবির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত কাউছার মিয়ার বাড়ি সিলেট জেলার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। কাউছারের নেপালি এক সহকর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী। 

নিহত কাউছার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। তিনি আট বছর আগে আবুধাবিতে যান। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে ছাহেব আলী বলেন, গতকাল শুক্রবার কাউছার মিয়ার বাড়িতে তাঁর সহকর্মীরা ফোন করে জানান, বৃহস্পতিবার রাতে কাউছারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। ওই রাতেই নেপালি এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মো. ছাহেব আলী আরও বলেন, এ ঘটনায় কাউছার মিয়ার কর্মস্থলের কর্তৃপক্ষের দায়ের করা মামলায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার কাউছার মিয়ার মরদেহ দেশে আসার কথা রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত