Ajker Patrika

সিলেটে কলেজছাত্র হত্যা মামলায় একজনের ফাঁসি

সিলেট প্রতিনিধি
সিলেটে কলেজছাত্র হত্যা মামলায় একজনের ফাঁসি

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে কলেজছাত্র সোহেল হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুননেছা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জোবায়ের বখত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত তছির বক্সের ছেলে রফিক বক্স (৪৫)। এ মামলায় রফিক বক্সের স্ত্রী সাথী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কলেজছাত্র সোহেল আমিন এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব শত্রুতার জের ধরে ওত পেতে থাকা আসামি রফিক বক্স ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল আমিনকে হত্যা করেন। নিহত সোহেল আমিন সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুল কাইয়ুম আনা মিয়ার ছেলে ও সিলেট মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট জোবায়ের বখত জানান, ২০১৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম এলাকায় মুরগি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন কলেজছাত্র সোহেল আমিন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাইয়ুম ওই দিনই রফিক বকস ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রায়ে বিচারক রফিককে মৃত্যুদণ্ড ছাড়াও তাঁর স্ত্রী সাথী বেগমকে বেকসুর খালাস দেন আদালত। রফিককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত