Ajker Patrika

৩ দফা দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৭: ১৬
৩ দফা দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ঘোষণা

সুনামগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজিসহ তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ২৯ মে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস, মিনিবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানায়। 

আজ রোববার বেলা ২টায় শহরের মল্লিকপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নেতারা। 

সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘৩ মে তিন দফা দাবিতে ধর্মঘট পালনের ঘোষণা দিই। তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয় দাবি মেনে নেওয়ার। এতে আমরা ধর্মঘট স্থগিত রাখি। কিন্তু আজ পর্যন্ত দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়ে আবারও ২৮ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর ভেতরে যদি দাবি মানা না হয়, ২৯ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করব।’ 

দাবিগুলোর হলো—২০২২ সালের ২২ অক্টোবর শ্রমিক ইউনিয়নের করা মামলা দ্রুত নিষ্পত্তি, শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব বিষয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বারবার স্মারকলিপি দেওয়া হলেও কোনো সুরাহা না হওয়ায় প্রতিবাদে এ কর্মসূচি। এতেও প্রশাসন কোনো ভূমিকা না রাখলে  সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকনেতারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সিলেট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত