Ajker Patrika

পাওনা টাকার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
পাওনা টাকার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ার জেরে রহমত আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ইকরাম শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, শতমুখা গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে রহমত আলীর ছেলে জুয়েল মিয়ার ৪ হাজার টাকা পাওনা ছিল। গত বৃহস্পতিবার পাওনা টাকা চাইতে গেলে জুয়েলকে মারপিট করেন আলমগীর। পরদিন শুক্রবার জুয়েল ও তাঁর লোকজন আলমগীরকে মারপিট করেন। বিষয়টি নিয়ে ওই দিনই সালিস বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।

পরে আজ সকালে জুয়েল মিয়ার বাবা রহমত আলীকে রাস্তায় একা পেয়ে মারপিট করেন আলমগীর মিয়া ও তাঁর লোকজন। একপর্যায়ে তাঁরা রহমত আলী পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দেসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহণ করছেন। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত