Ajker Patrika

সিলেটে ইয়াবা বিক্রির অভিযোগে আটক ২ 

প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২১, ০৭: ৫৩
Thumbnail image

সিলেট: সিলেটে ইয়াবা বিক্রির সময় দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরতলির খাদিমপাড়ার বিআইডিসি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্লাহ তাহের। 

আটকরা হলেন, শাহপরানের বাহুবল চৌদ্দঘর কলোনির মো. আবিদ আলীর ছেলে আমির হোসেন মাছুম (২৫) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁওের মৃত অবনি কুমার রায়ের ছেলে অনিক কুমার রায় (২৪)। 

আশরাফ উল্লাহ জানান, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়াস্থ বিআইডিসি পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় অনিক ও মাছুমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেটের জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে কিনে এনে নগরীর বিভিন্ন মাদকসেবীদের কাছে চড়া দামে বিক্রি করত তাঁরা। 

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত