Ajker Patrika

মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় মাদ্রাসাছাত্রের ‘আত্মহত্যা’

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৩: ৫২
মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় মাদ্রাসাছাত্রের ‘আত্মহত্যা’

হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে নাহিদ (১১) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার রাণিগাও ইউনিয়নের কালেঙ্গা পূর্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নাহিদ রাণিগাও ইউনিয়নের কালেঙ্গা পূর্ব টিলা এলাকার জয়নাল আবেদিন বাবুর্চির ছেলে। সে কালেঙ্গো দারুল কোরআন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

শিক্ষার্থী আত্মহত্যা করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল শনিবার মধ্যরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’ 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ মিয়া গত শুক্রবার রাতে মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। ওই সময় তার মা মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করেন ও বকা দেন। মায়ের বকা খেয়ে রাতে ঘরে ঘুমিয়ে যায় সে। এরপর গতকাল শনিবার দুপুরে অভিমান করে বসতঘরের বারান্দায় রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। 

পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল মধ্যরাতে নাহিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত