Ajker Patrika

সুদের টাকার চাপে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৪: ৩৩
সুদের টাকার চাপে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঋণের চাপে ফয়সাল আহমদ সৌরভ নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বালিজুরি ইউনিয়নের পাতারি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সৌরভ নিজ বাড়ি থেকে বাইরে যান। বাইরে গিয়ে তিনি নিজ ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি গলায় দড়ি দিলাম। তুই রফিকের লাগি আমারে লাশ বানাইলেরে বেইমান। সফিকের কাছ থেকে এক লাখ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও কয় সাড়ে তিন লাখ টাকা এখনো পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম।

ভালো থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করিস। মা, বাবা, ভাই, বোন তোমরা আমায় ক্ষমা করিও। বউ তোমাকে কিচ্ছু বলার নাই। ইতি এক কাপুরুষ।’

ফেসবুকে পোস্ট দেওয়ার পরই পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সৌরভকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার উপপরিদর্শক গোলাম হক্কানি বলেন, সুদের টাকা নিয়ে অনেক চাপে ছিল সৌরভ। টাকা ফেরতের জন্য চাপ দেওয়ার কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত