Ajker Patrika

বিশ্বনাথে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ০৮
বিশ্বনাথে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে মো. এনামুল হক (৩৫) নামে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সড়ক থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। মৃত এনামুল হক উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে একটু দূরে মূল সড়কে পড়ে ছিল এনামুল হকের রক্তাক্ত দেহ। ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত ছিল মুখ ও কপাল। 
 
এ বিষয়ে এনামের ছোট ভাই নাজমুল হক বলেন, `আমার ভাই পেশায় গাড়িচালক। দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি। আজ ভোরে বাড়ির রাস্তায় তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।' 

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ বলেন, `আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত