শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে পাচারের সময় ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সিন্দুরখান বিওপির সদস্যরা। এ সময় অপর এক সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত হুমায়ূন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামের বাসিন্দা।
জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয় হাঁসের ছানা এবং বিনিময়ে মদ, ফেনসিডিল ও ইয়াবা দেশে আসে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর সদস্য ফোরকান মিয়া পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার সময় তাঁর ব্যবহৃত মোবাইলটি পড়ে গেলে তা জব্দ করা হয়। পরে বিকেলে ৫টার দিকে জব্দকৃত হাঁসের ছানা, মদ ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. তোফাজ্জল হোসেন বলেন, একটি চক্র গোপনে প্রায়ই এ ধরনের আদান প্রদান করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাঁসের বাচ্চা নিলামে বিক্রি করা হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে পাচারের সময় ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সিন্দুরখান বিওপির সদস্যরা। এ সময় অপর এক সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত হুমায়ূন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামের বাসিন্দা।
জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয় হাঁসের ছানা এবং বিনিময়ে মদ, ফেনসিডিল ও ইয়াবা দেশে আসে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর সদস্য ফোরকান মিয়া পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার সময় তাঁর ব্যবহৃত মোবাইলটি পড়ে গেলে তা জব্দ করা হয়। পরে বিকেলে ৫টার দিকে জব্দকৃত হাঁসের ছানা, মদ ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. তোফাজ্জল হোসেন বলেন, একটি চক্র গোপনে প্রায়ই এ ধরনের আদান প্রদান করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাঁসের বাচ্চা নিলামে বিক্রি করা হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪