Ajker Patrika

যায় হাঁসের বাচ্চা, আসে মাদক 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
Thumbnail image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে পাচারের সময় ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হ‌ুমায়ূন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সিন্দুরখান বিওপির সদস্যরা। এ সময় অপর এক সদস্য পালিয়ে যান। 

গ্রেপ্তারকৃত হ‌ুমায়ূন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামের বাসিন্দা। 

জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয় হাঁসের ছানা এবং বিনিময়ে মদ, ফেনসিডিল ও ইয়াবা দেশে আসে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হ‌ুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর সদস্য ফোরকান মিয়া পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার সময় তাঁর ব্যবহৃত মোবাইলটি পড়ে গেলে তা জব্দ করা হয়। পরে বিকেলে ৫টার দিকে জব্দকৃত হাঁসের ছানা, মদ ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। 

জব্দকৃত হাঁসের বাচ্চা। বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. তোফাজ্জল হোসেন বলেন, একটি চক্র গোপনে প্রায়ই এ ধরনের আদান প্রদান করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হ‌ুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হ‌ুমায়ূন কবির বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাঁসের বাচ্চা নিলামে বিক্রি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত