নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত হয়েছেন ওই কলেজের তিনজন শিক্ষার্থী। আজ শনিবার দুপুরে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
এদেরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন আহত তোফায়েল ও আলকাব হোসেনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহত হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
কলেজ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দুপুরে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও তাঁর সহপাঠী তিন বন্ধু তোফায়েল, আলকাব ও এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে বসে ছিলেন। এ সময় বহিরাগত সাইনবোর্ড এলাকার সুহেল আহমেদ বসে থাকা ওই ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। এ সময় হাবিবুরসহ তাঁর অপর দুই বন্ধু এ ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বখাটে সুহেলের ডাকে আরও বেশ কয়েকজন বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে এসে কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমানসহ তিনজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনজন ছাত্রই আহত হন। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদ একদল পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ওই কলেজের শিক্ষার্থী আতাউর রহমান বলেন, ‘আমার ২০ বছরের জীবনে এমন হামলার ঘটনা আমি দেখিনি। একতরফা মধ্যযুগীয় কায়দায় তাঁদের পেটানো হয়েছে।’
এ বিষয়ে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, ‘হামলার ঘটনাটি দুঃখজনক। আমরা শিক্ষকেরা থামানোর চেষ্টা করেছি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা আসার কোনো সুযোগ নাই। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত হয়েছেন ওই কলেজের তিনজন শিক্ষার্থী। আজ শনিবার দুপুরে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
এদেরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন আহত তোফায়েল ও আলকাব হোসেনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহত হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
কলেজ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দুপুরে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও তাঁর সহপাঠী তিন বন্ধু তোফায়েল, আলকাব ও এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে বসে ছিলেন। এ সময় বহিরাগত সাইনবোর্ড এলাকার সুহেল আহমেদ বসে থাকা ওই ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। এ সময় হাবিবুরসহ তাঁর অপর দুই বন্ধু এ ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বখাটে সুহেলের ডাকে আরও বেশ কয়েকজন বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে এসে কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমানসহ তিনজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনজন ছাত্রই আহত হন। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদ একদল পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ওই কলেজের শিক্ষার্থী আতাউর রহমান বলেন, ‘আমার ২০ বছরের জীবনে এমন হামলার ঘটনা আমি দেখিনি। একতরফা মধ্যযুগীয় কায়দায় তাঁদের পেটানো হয়েছে।’
এ বিষয়ে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, ‘হামলার ঘটনাটি দুঃখজনক। আমরা শিক্ষকেরা থামানোর চেষ্টা করেছি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা আসার কোনো সুযোগ নাই। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫