Ajker Patrika

জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আহত ৫

গোলাপগঞ্জ প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আহত ৫

সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমান (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। 

মৃত মুজিবুর রহমান উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তাঁর পাঁচ ছেলেমেয়ে রয়েছে। 

আহতরা হলেন-নিহতের ভাই মুহিবুর মিয়া (৬০), ফয়জুল আহমদ (৪৬), সজিব আহমদ (৪০), মুহিবুর ছেলে আজাদুর রহমান (২৭) ও এবাদুর রহমান (২৫)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মৃতের নিকটাত্মীয় একই গ্রামের কেইস মিয়ার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সকাল ১০টার দিকে মুজিবুর রহমানের সঙ্গে কেইস মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে কেইস মিয়া ও তাঁর ছেলে আইন উদ্দিনসহ পরিবারের লোকজন মুজিবুরকে ধানখেতে একা পেয়ে মারধর করেন। 

এ খবর পেয়ে মুজিবুরের পরিবারের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের হামলায় আরও পাঁচজন আহত হন। ঘটনার পর পরই মুজিবুরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত