Ajker Patrika

পুলিশ কনস্টেবল ও ছাত্রলীগ নেতার গাঁজার ব্যবসা, গ্রেপ্তার

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
পুলিশ কনস্টেবল ও ছাত্রলীগ নেতার গাঁজার ব্যবসা, গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসার রমরমা চলছে। প্রতিদিনই বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা মাদকসহ কারবারিকে আটক করছে। গতকাল সোমবার রাতে উপজেলার মনতলা এলাকা থেকে আটক করা হয় দুই ব্যক্তিকে। তাঁরা মোটরসাইকেল যোগে গাঁজা পাচার করছিলেন। 

তাঁদের একজন মাধবপুর থানার কনস্টেবল মনির হোসেন ও অপরজন উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)। শাকিল জগদীশপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি। 

পুলিশ জানায়, সোমবার রাতে তাঁরা ধর্মঘরের ভারত সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে মাধবপুর আসছিলেন। এ সময় মাধবপুর থানার মনতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন লাল দেব মনতলা বাজারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালে তাঁরাও আটক হন। 

এ ঘটনায় এসআই রতন লাল দেব বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই পুলিশ কনস্টেবল ও শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। কনস্টেবল মনির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। 

মামলার বাদী এসআই রতন লাল দেব আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত