Ajker Patrika

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা বাবাকে বখাটের মারধর, গ্রেপ্তার ১

প্রতিনিধি, মাধবপুর, (হবিগঞ্জ) 
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০: ১৫
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা বাবাকে বখাটের মারধর, গ্রেপ্তার ১

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে বখাটে এক যুবক। আহত ওই বীর মুক্তিযোদ্ধার নাম আবুল আওয়াল। তিনি হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা। এ ঘটনায় হাসান আল মামুন (১৯) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা কলেজ রোডে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের একজন বলেন, `সোমবার দুপুর ১টার দিকে মনতলা থেকে মাধবপুরে যাওয়ার পথে হাসান আল মামুনসহ চারজন দুটি মোটরসাইকেলে এসে আমাদের পথ আটকায়। এ সময় মামুনসহ তাঁর সঙ্গীরা আমাদের সঙ্গে অশ্লীল আচরণ এবং জোরপূর্বক মোটরসাইকেলে করে তুলে নেওয়ার চেষ্টা করে। বখাটেদের হাত থেকে বাঁচার জন্য চিৎকার শুরু করি। আমাদের চিৎকার শুনে আব্দুল আওয়াল চাচা ছুটে এসে বখাটেদের আটকের চেষ্টা করে। এ সময় বখাটেরা এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে স্থানীয় লোকজন আহত আবুল আওয়ালকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।'

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় হাসান আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ক্যাপ্টেন (অব) কাজী কবির উদ্দিন বলেন, `মুক্তিযোদ্ধার ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত