Ajker Patrika

রং নম্বরে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯: ০১
রং নম্বরে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

মোবাইল ফোনে রং নম্বরে প্রেম। প্রথমবার দেখা করতে গিয়েই ধর্ষণের শিকার হলো তরুণী। অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

হাসপাতালে ভর্তি ওই তরুণী অভিযোগ করেন, দুই মাস আগে মোবাইল ফোনে রং নম্বরের মাধ্যমে উপজেলার চাঁনপুর গ্রামের তারেক মিয়া নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয় হওয়ার পর থেকেই দেখা করার জন্য ওই তরুণীকে অনুরোধ করে আসছেন তারেক। কিন্তু ওই তরুণী দেখা করেননি। গতকাল বৃহস্পতিবার তারেক তাকে দেখা করার জন্য খুব অনুরোধ করেন। একপর্যায়ে ওই তরুণী তারেকের প্রস্তাবে রাজি হন। রাত ৮টার দিকে তারেক ওই তরুণীকে মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের পার্শ্ববর্তী নির্জন একটি স্থানে ডাকেন। সেখানে যাওয়ার পর তারেক ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। 

ধর্ষণের শিকার তরুণীর মা জানান, রাতে পরিবারের লোকজন তাঁকে (তরুণীকে) ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তিনি বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে সবকিছু জানান। 

পরিবারের লোকজন রাতেই বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাফিজ মিয়াকে জানান। একপর্যায়ে ওই তরুণী অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। 

শুক্রবার রাত ৩টায় পরিবারের লোকজন তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ধর্ষণের বিষয়টি আমি শুনেছি। তবে ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত