Ajker Patrika

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণ, এক ব্যক্তি আটক

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯: ১০
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণ, এক ব্যক্তি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাশিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে তাহিরপুর থানা–পুলিশ। তিনি উপজেলার রাজাই গ্রামের আবুল কালামের ছেলে। 

আজ শনিবার সকালে পাহাড়ি চড়ায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সূত্র জানায়, সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের পাহাড়ি চড়ায় গোসল করতে যান ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর এক নারী। এ সময় একই আব্দুর রাশিদ মিয়াও গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে ওই নারীকে কুপ্রস্তাব দেন রাশিদ। এতে রাজি না হলে তাঁকে জোরপূর্বক চড়ার পাশের ঝোপে নিয়ে যান। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান রশিদ। 

পরে ভুক্তভোগী নারী বিষয়টি তাঁর পরিবারকে জানালে তাঁরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানাকে জানান।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি সকালে সংরক্ষিত আসনের সদস্য শুষমা জাম্বিল আমাকে জানিয়েছেন। আমি ভিকটিম পরিবারকে বলেছি থানায় বিষয়টি জানিয়ে আইনের আশ্রয় নাওয়ার জন্য।’

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ধর্ষণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ধর্ষণের ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। 

ইউপি সদস্য সুষমা জাম্বিল জানান, ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে থানায় এসে রাতেই তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত