প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
বৃদ্ধ দম্পতির একমাত্র অবলম্বন চারটি গরু। গত বুধবার সেগুলোই চুরি হয়ে গেছে। কিন্তু পরদিন বাড়িতে ছুটে এসেছে একটি বাছুর। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের বানেশ্বরে। এলাকাবাসী জানান, বৃদ্ধ তারা মিয়া ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আয়ের একমাত্র উৎস ছিল দুটি গাভী। প্রতিদিন দুটি গাভী থেকে ১০ কেজি দুধ পেতেন। এই দুধ বিক্রি করে চলতো তাঁদের সংসার।
গত বুধবার রাতে সিঁদ কেটে দুর্বৃত্তরা চারটি গরু নিয়ে যায়। পর দিন সকালে একটি বাছুর ছুটে আসে বৃদ্ধা দম্পতির ঘরে। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারা মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, দুধ বিক্রি করে চলতো আমাদের অভাবের সংসার। গরুগুলো চুরি হওয়ায় আমরা এখন নিঃস্ব।
তারা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বাছুরটা চোরের কাছ থেকে ছুটে চলে আসে আমাদের কাছে। দুধ ছাড়া বাছুরটা কীভাবে এখন লালন পালন করবো বুঝতে পারছি না। এই বলেই বিলাপ করতে থাকেন তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে গরু ব্যবসায়ীর সংখ্যা বেশি। তাঁরাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আগে এ ধরনের ঘটনায় একজনের মুচলেকা নেওয়া হয়েছে। এসব চুরির ঘটনায় একজন জনপ্রতিনিধি জড়িত। বিষয়টি বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও জানানো হয়েছে। প্রতিমন্ত্রী এ গ্রামেরই বাসিন্দা।
তারা মিয়ার ছোট ভাই নজু মিয়া বলেন, গত বছর গরু চুরির ঘটনায় গ্রামের দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর থেকেই চোর চক্রের লোকজন আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। চুরির বিষয়টি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপিকে জানিয়েছিলাম। এরপর থেকে ‘মন্ত্রী তোদের কীভাবে বাঁচায় দেখবো’ বলে হুমকি দিয়ে যাচ্ছে তাঁরা। আমরা আতংকের মধ্যে আছি।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গরু চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
বৃদ্ধ দম্পতির একমাত্র অবলম্বন চারটি গরু। গত বুধবার সেগুলোই চুরি হয়ে গেছে। কিন্তু পরদিন বাড়িতে ছুটে এসেছে একটি বাছুর। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের বানেশ্বরে। এলাকাবাসী জানান, বৃদ্ধ তারা মিয়া ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আয়ের একমাত্র উৎস ছিল দুটি গাভী। প্রতিদিন দুটি গাভী থেকে ১০ কেজি দুধ পেতেন। এই দুধ বিক্রি করে চলতো তাঁদের সংসার।
গত বুধবার রাতে সিঁদ কেটে দুর্বৃত্তরা চারটি গরু নিয়ে যায়। পর দিন সকালে একটি বাছুর ছুটে আসে বৃদ্ধা দম্পতির ঘরে। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারা মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, দুধ বিক্রি করে চলতো আমাদের অভাবের সংসার। গরুগুলো চুরি হওয়ায় আমরা এখন নিঃস্ব।
তারা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বাছুরটা চোরের কাছ থেকে ছুটে চলে আসে আমাদের কাছে। দুধ ছাড়া বাছুরটা কীভাবে এখন লালন পালন করবো বুঝতে পারছি না। এই বলেই বিলাপ করতে থাকেন তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে গরু ব্যবসায়ীর সংখ্যা বেশি। তাঁরাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আগে এ ধরনের ঘটনায় একজনের মুচলেকা নেওয়া হয়েছে। এসব চুরির ঘটনায় একজন জনপ্রতিনিধি জড়িত। বিষয়টি বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও জানানো হয়েছে। প্রতিমন্ত্রী এ গ্রামেরই বাসিন্দা।
তারা মিয়ার ছোট ভাই নজু মিয়া বলেন, গত বছর গরু চুরির ঘটনায় গ্রামের দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর থেকেই চোর চক্রের লোকজন আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। চুরির বিষয়টি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপিকে জানিয়েছিলাম। এরপর থেকে ‘মন্ত্রী তোদের কীভাবে বাঁচায় দেখবো’ বলে হুমকি দিয়ে যাচ্ছে তাঁরা। আমরা আতংকের মধ্যে আছি।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গরু চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫