Ajker Patrika

হারাগাছে যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি সাইদুল ইসলাম হ্যালোকে (৪০) গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে তাঁকে হারাগাছের চওরাহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

যাবজ্জীবন সাজা পাওয়া আসামি সাইদুল ইসলাম হ্যালোর বাড়ি রংপুর সদরের কোর্ট কার্তিক গ্রামে। 

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জল। তিনি বলেন, ‘২০০৯ সালের মাদক মামলার আসামি সাইদুলকে যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। রায়ের পর থেকে পলাতক থাকলে আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।’ 

আজ দুপুরে সাইদুল চওরাহাট বাজার এলাকায় ঘোরাফেরা করছেন বলে খবর পায় পুলিশ। এএসআই উজ্জল ও এএসআই রাশিদুল ইসলাম এবং ফোর্স আশরাফুজ্জামান ও আবু বক্কর সিদ্দিক চওরাহাট বাজারে অভিযান চালান। এ সময় সাইদুলকে তাঁরা সেখান থেকে গ্রেপ্তার করেন। এএসআই উজ্জল বলেন, ‘সাইদুলকে রংপুর আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত