Ajker Patrika

রাস্তা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩: ৫৫
রাস্তা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

রংপুরে হারাগাছে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার রাতে হারাগাছ থানাধীন রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহারকাছনা জুম্মাটারী পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফুলের ছোট ভাই সিয়াম (২০)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আশরাফুল রংপুর সিটি করপোরেশনের বাহার কাছনা জুম্মাটারী পানির ট্যাংক এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন—রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানি বাহার কাছনা জুম্মাটারী পানির ট্যাংক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৩), রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে শরিফুল (২৮), পরশুরাম থানাধীন আমাশু কুকরুল গলাকাটা মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), একই এলাকার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম (১৯), কোতোয়ালি থানাধীন পশ্চিম জুম্মাপাড়া এলাকার মৃত মমিন হোসেনের ছেলে নয়ন হোসেন (২১) ও শালবন মিস্ত্রিপাড়া হিন্দুটারী এলাকার রাব্বি (২২)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইয়াসিন ও শরিফুলসহ তাঁর সহযোগীরা ধারালো চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে আশরাফুল ও সিয়ামকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সিয়ামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন আশরাফুল সিয়ামকে শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের পিতা শাহজাহান মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্তদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ছয়জনকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত