Ajker Patrika

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে (৩৬) মৃত্যুর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মাইদুল আদালতে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০০৬ সালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাইদুল ইসলামের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে খাতিজা বেগমের বিয়ে হয়। দীর্ঘ ৯ বছর সংসারে তাঁদের এক ছেলে ও এক মেয়ে জন্ম গ্রহণ করে। পরে ২০১৫ সালে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের দুই বছর পর ২০১৭ সালে আবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই মাইদুল ইসলাম গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। 

শ্বশুর বাড়িতে থাকাকালীন প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। একপর্যায়ে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে মাইদুল ইসলাম খাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহত খাদিজা বেগমের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মাইদুলকে গ্রেপ্তার করে। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত আসামি মাইদুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত