Ajker Patrika

বিয়ের পরদিন ধর্ষণ মামলায় গ্রেপ্তার বর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বিয়ের পরদিন ধর্ষণ মামলায় গ্রেপ্তার বর

বিয়ের পরের দিন ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহীন বাবু (৪০)। আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। মামলার বাদী দিনাজপুরের খানসামার খলিফা পাড়া এলাকার এক নারী। 

গ্রেপ্তার শাহীন বাবু পেশায় পল্লি চিকিৎসক। তিনি শহরের গোলাহাট এলাকার মৃত আসগার আলীর ছেলে। 

মামলার বাদী বলেন, শাহীন বাবুর সঙ্গে তাঁর দশ বছরের সম্পর্ক। তাঁর বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তিনি স্বামীর সংসার ছেড়েছেন। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। এখন তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য একজনকে বিয়ে করেছেন বাবু। 

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে শাহীন বাবু দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে তাঁকে একাধিকবার ‘ধর্ষণ’ করেন বাবু। গতকাল রোববার রাতে ওই নারী থানায় এসে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা তারেক মাহমুদ বাবুকে আজ গ্রেপ্তার করেন। 

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে আজই কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত