কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের একজন আজ শনিবার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সেই সঙ্গে অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিহত রফিকুলের ভাতিজা রফিকুল ইসলাম (৩৫) ও তাঁর সহযোগী ফেরদৌস ওরফে গম (৩৪)। ফেরদৌস হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রফিকুলের রিমান্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার ধরনীবাড়ী কানিপাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে এবং ফেরদৌস ওরফে গম ধরনীবাড়ী তেলিপাড়া গ্রামের মৃত দছিম উদ্দিনের ছেলে।
নতুন অটোরিকশা কেনার টাকা ছিনিয়ে নিতেই নিহতের ভাতিজা রফিকুলের সহযোগিতায় এ পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত কয়েক মাস ধরে ভাতিজা রফিকুলের সঙ্গে নিহত রফিকুলের মেলামেশা ও ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। গ্রেপ্তার রফিকুল পেশায় গরুর ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, মূলত পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশাচালক রফিকুলের নতুন অটোরিকশা কেনার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের সঙ্গে আসামি রফিকুলের বন্ধুত্ব ও মেলামেশার কারণে টাকার সংস্থান হওয়ার খবর তাঁর কাছে ছিল। এ জন্য তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশাচালক রফিকুলকে নতুন রিকশার খোঁজ পাওয়ার কথা বলে কৌশলে উপজেলার মাঝবিল বাজারে ডেকে নিয়ে যায়। এরপর তাঁর সহযোগীরাসহ রফিকুলকে (রিকশাচালক) কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে যায়। জ্ঞান ফিরে অটোরিকশাচালক রফিকুল ঘটনা প্রকাশ করতে পারে, এই আশঙ্কায় তাঁকে গলা কেটে হত্যা করে ভাতিজা রফিকুল, ফেরদৌস ও তাঁদের সহযোগীরা।
আরও জানা যায়, আসামি ফেরদৌস নিজ হাতে চাকু দিয়ে রফিকুলের গলা কাটার কথা স্বীকার করেছে। তাঁকে সহযোগিতা করেছে নিহতের ভাতিজা রফিকুল ও তাঁদের অন্য সহযোগীরা। তাদের সঙ্গে আরও একাধিক সহযোগী ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা ও উলিপুর থানা-পুলিশের এসআই মো. শাহ আলম বলেন, ‘আসামি ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি রফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের একজন আজ শনিবার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সেই সঙ্গে অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিহত রফিকুলের ভাতিজা রফিকুল ইসলাম (৩৫) ও তাঁর সহযোগী ফেরদৌস ওরফে গম (৩৪)। ফেরদৌস হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রফিকুলের রিমান্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার ধরনীবাড়ী কানিপাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে এবং ফেরদৌস ওরফে গম ধরনীবাড়ী তেলিপাড়া গ্রামের মৃত দছিম উদ্দিনের ছেলে।
নতুন অটোরিকশা কেনার টাকা ছিনিয়ে নিতেই নিহতের ভাতিজা রফিকুলের সহযোগিতায় এ পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত কয়েক মাস ধরে ভাতিজা রফিকুলের সঙ্গে নিহত রফিকুলের মেলামেশা ও ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। গ্রেপ্তার রফিকুল পেশায় গরুর ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, মূলত পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশাচালক রফিকুলের নতুন অটোরিকশা কেনার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের সঙ্গে আসামি রফিকুলের বন্ধুত্ব ও মেলামেশার কারণে টাকার সংস্থান হওয়ার খবর তাঁর কাছে ছিল। এ জন্য তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশাচালক রফিকুলকে নতুন রিকশার খোঁজ পাওয়ার কথা বলে কৌশলে উপজেলার মাঝবিল বাজারে ডেকে নিয়ে যায়। এরপর তাঁর সহযোগীরাসহ রফিকুলকে (রিকশাচালক) কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে যায়। জ্ঞান ফিরে অটোরিকশাচালক রফিকুল ঘটনা প্রকাশ করতে পারে, এই আশঙ্কায় তাঁকে গলা কেটে হত্যা করে ভাতিজা রফিকুল, ফেরদৌস ও তাঁদের সহযোগীরা।
আরও জানা যায়, আসামি ফেরদৌস নিজ হাতে চাকু দিয়ে রফিকুলের গলা কাটার কথা স্বীকার করেছে। তাঁকে সহযোগিতা করেছে নিহতের ভাতিজা রফিকুল ও তাঁদের অন্য সহযোগীরা। তাদের সঙ্গে আরও একাধিক সহযোগী ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা ও উলিপুর থানা-পুলিশের এসআই মো. শাহ আলম বলেন, ‘আসামি ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি রফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪