Ajker Patrika

শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত যুবকের আত্মহত্যার চেষ্টা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১: ৫০
শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত যুবকের আত্মহত্যার চেষ্টা

নীলফামারীর সৈয়দপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ফয়সাল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় এ মামলা করেন। 

এদিকে অভিযুক্ত ফয়সাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের গোলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফয়সাল, এলাকার নাঈম হোসেনের ছেলে। তাঁর দুটি সন্তানও রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন ওই যুবকের স্ত্রী বিয়ের দাওয়াতে তাঁর বাবার বাড়িতে যান। শিশুটি ওই সময় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে রাস্তা থেকে কৌশলে শিশুটিকে তাঁর বাড়িতে ডেকে আনেন অভিযুক্ত ফয়সাল। লোকজন যেন বুঝতে না পারে এ কারণে তিনি বাইরে থেকে তালা দিয়ে বেড়া খুলে বাড়িতে প্রবেশ করেন। 

পরে টের পেয়ে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে এবং যুবককে বাড়ির ভেতরে আটকে রাখে। কিছুক্ষণ পর স্থানীয়রা গিয়ে দেখেন ওই যুবক গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনা আক্তার জানান, 'তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।' 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, 'ভিকটিমকে পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত