Ajker Patrika

কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক তাঁকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃত শামছুল হক উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

পুলিশ জানান, গত শনিবার দুপুরে নয় বছরের ওই শিশুটি শামছুল হকের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে প্রতিবেশী দাদা শামছুল হক শিশুটিকে একা পেয়ে বাড়িতে ডেকে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই শিশুটির বড়ভাই বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় শামছুল হককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী মো. আব্দুল মমিন বলেন, গতকাল রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে শিশুটি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, অভিযুক্ত শামছুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত