নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে চার মাস বয়সী এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই বাবাকে আটক করেছে। আজ শনিবার সকালে নীলফামারী পৌর শহরের দক্ষিণ হাড়োয়া এলাকার ভাড়াবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
নিহত শিশুটির নাম ইয়াহিয়া খান আপন। আর এ ঘটনায় আটক ব্যক্তি হলেন ওই শিশুর বাবা সৈয়দ জাকারিয়া শেখ (৬৫)। তিনি সৈয়দপুরের সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক। জাকারিয়া শেখের বাড়ি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল শেখপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে জাকারিয়া শেখ দ্বিতীয় বিয়ে করেন। চার মাস আগে তাঁদের ঘরে একটি ছেলেসন্তান জন্ম নেয়। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় শিশুটি রাতে কান্নাকাটি করত। গতকাল শুক্রবার গভীর রাতেও খুব কান্নাকাটি করায় বিরক্ত হন জাকারিয়া। বিরক্ত হয়ে শিশুটির মুখে বালিশচাপা দেন। আর তাতে শ্বাসরোধে মারা যায় শিশুটি। খবর পেয়ে শনিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার এবং জাকারিয়াকে আটক করে পুলিশ।
নিহত শিশুর মা আয়েশা সিদ্দিকা মমতা আজকের পত্রিকাকে বলেন, ‘চার-পাঁচ দিন ধরে ছেলেটা অসুস্থ ছিল। এ জন্য কান্নাকাটি একটু বেশি করছিল। তার বাবা ছেলেটার কান্নাকাটি সহ্য করতে না পেরে মুখে বালিশচাপা দেয়। এ সময় আমি আটকাতে গেলে আমাকেও মারধর করে।’
তবে ঢাকায় অবস্থানরত জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়েশা সিদ্দিকা প্রিয়াঙ্কা আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহে বাবা চিকিৎসার জন্য আমার বাসায় ছিল। তিনি আমার দ্বিতীয় মায়ের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলা যায়।’
এ ঘটনায় নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে তার বাবা হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটির বাবা জাকারিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নীলফামারীতে চার মাস বয়সী এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই বাবাকে আটক করেছে। আজ শনিবার সকালে নীলফামারী পৌর শহরের দক্ষিণ হাড়োয়া এলাকার ভাড়াবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
নিহত শিশুটির নাম ইয়াহিয়া খান আপন। আর এ ঘটনায় আটক ব্যক্তি হলেন ওই শিশুর বাবা সৈয়দ জাকারিয়া শেখ (৬৫)। তিনি সৈয়দপুরের সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক। জাকারিয়া শেখের বাড়ি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল শেখপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে জাকারিয়া শেখ দ্বিতীয় বিয়ে করেন। চার মাস আগে তাঁদের ঘরে একটি ছেলেসন্তান জন্ম নেয়। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় শিশুটি রাতে কান্নাকাটি করত। গতকাল শুক্রবার গভীর রাতেও খুব কান্নাকাটি করায় বিরক্ত হন জাকারিয়া। বিরক্ত হয়ে শিশুটির মুখে বালিশচাপা দেন। আর তাতে শ্বাসরোধে মারা যায় শিশুটি। খবর পেয়ে শনিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার এবং জাকারিয়াকে আটক করে পুলিশ।
নিহত শিশুর মা আয়েশা সিদ্দিকা মমতা আজকের পত্রিকাকে বলেন, ‘চার-পাঁচ দিন ধরে ছেলেটা অসুস্থ ছিল। এ জন্য কান্নাকাটি একটু বেশি করছিল। তার বাবা ছেলেটার কান্নাকাটি সহ্য করতে না পেরে মুখে বালিশচাপা দেয়। এ সময় আমি আটকাতে গেলে আমাকেও মারধর করে।’
তবে ঢাকায় অবস্থানরত জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়েশা সিদ্দিকা প্রিয়াঙ্কা আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহে বাবা চিকিৎসার জন্য আমার বাসায় ছিল। তিনি আমার দ্বিতীয় মায়ের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলা যায়।’
এ ঘটনায় নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে তার বাবা হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটির বাবা জাকারিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪