উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বাঁশ ঝাড় থেকে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ওই এলাকার আবুল হোসেন ফাগুর ছেলে। স্বজনেরা বলছে, নতুন অটোরিকশা কিনতে বেড়িয়েছিলেন রফিকুল ইসলাম।
নিহতের পরিবার ও এলাকাবাসী বলছে, শুক্রবার ফজরের নামাজের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে রাস্তার পাশের বাঁশঝাড়ে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাঁরা ডাক–চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে। পরে থানা–পুলিশে খবর দিলে তাঁরা গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।
রফিকুলের স্ত্রী লাইজু বেগম আজকের পত্রিকাকে জানান, নতুন রিকশা কেনার জন্য কয়েক দিন আগে রফিকুল ইসলাম তাঁর পুরোনো অটোরিকশাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। পরে গতকাল বৃহস্পতিবার একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিকশা কেনার জন্য সব টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে রফিকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন।
লাইজু বেগম বলেন, ‘স্বামী নতুন অটোরিকশা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে, ফিরল লাশ হয়ে। আমার মনে হয়–আমার স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে কেউ হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী বলেন, ‘রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা–পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।’
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
কুড়িগ্রামের উলিপুরে বাঁশ ঝাড় থেকে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ওই এলাকার আবুল হোসেন ফাগুর ছেলে। স্বজনেরা বলছে, নতুন অটোরিকশা কিনতে বেড়িয়েছিলেন রফিকুল ইসলাম।
নিহতের পরিবার ও এলাকাবাসী বলছে, শুক্রবার ফজরের নামাজের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে রাস্তার পাশের বাঁশঝাড়ে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাঁরা ডাক–চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে। পরে থানা–পুলিশে খবর দিলে তাঁরা গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।
রফিকুলের স্ত্রী লাইজু বেগম আজকের পত্রিকাকে জানান, নতুন রিকশা কেনার জন্য কয়েক দিন আগে রফিকুল ইসলাম তাঁর পুরোনো অটোরিকশাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। পরে গতকাল বৃহস্পতিবার একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিকশা কেনার জন্য সব টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে রফিকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন।
লাইজু বেগম বলেন, ‘স্বামী নতুন অটোরিকশা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে, ফিরল লাশ হয়ে। আমার মনে হয়–আমার স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে কেউ হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী বলেন, ‘রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা–পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।’
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪