Ajker Patrika

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৭: ৩৬
Thumbnail image

গাইবান্ধার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে সোনাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের ফয়জাল রহমানের বড় ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই ইউনুসের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ  চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলাম ও তাঁর দুই ছেলে লতিফ, মোতালেবসহ বেশ কয়েকজন ইউনুসকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত ইউনুসকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।  

রফিকুল ইসলাম এবং তাঁর দুই ছেলে লতিফ ও মোতালেব পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে  গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত